ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:১০, ৬ ডিসেম্বর ২০১৭

কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের ৬ ডিসেম্বর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাত্র ৪৭ বছরে অকাল প্রয়াত এই প্রতিভাবান কবি ও সাবেক তুখোর ছাত্রনেতা স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। মাহবুবুল হক শাকিলের জন্ম ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইলে। তার পৈত্রিক নিবাস ময়মনসিংহে। ময়মনসিংহ জেলা স্কুল ও আনন্দমোহন কলেজে পড়াশোনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি সমাজবিজ্ঞান বিভাগ থেকে ¯স্নাতক ও ¯স্নাতকোত্তর শেষ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আসেন শাকিল। প্রথমে সাংগঠনিক সম্পাদক ও পরে সিনিয়র সহ-সভাপতি হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল-সিআরআই গঠিত হলে তা পরিচালনার দায়িত্ব পান শাকিল। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পান মাহবুবুল হক শাকিল। চার বছর পর তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) করা হয়। ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তার বাবা এ্যাডভোকেট জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি। রাজনীতি থেকে সরকারী দায়িত্বে আসা শাকিল লেখালেখিও করতেন। তার প্রকাশিত গ্রন্থ ‘খেরোখাতার পাতা থেকে’, ‘মন খারাপের গাড়ী’, ‘ফেরা না ফেরার গল্প’, ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’ প্রভৃতি। কর্মসূচীর মধ্যে রয়েছে- বিকেলে পরিবারের উদ্যোগে নগরীর বাঘমারা রোডের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল। পরদিন বৃহস্পতিবার বিকেলে নগরীর টাউল হল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, ময়মনসিংহ পৌরসভার মেয়র মোঃ ইকরামুল হক টিটুসহ স্থানীয় নেতাকর্মীরা।
×