ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাড়ে ৬ মিলিয়ন ডলারের হীরা ॥ ফেসবুকে শিশুদের এ্যাপ

প্রকাশিত: ০৩:৫৩, ৬ ডিসেম্বর ২০১৭

সাড়ে ৬ মিলিয়ন ডলারের হীরা ॥ ফেসবুকে শিশুদের এ্যাপ

আফ্রিকার সিয়েরালিওন সরকার সাড়ে ছয় মিলিয়ন (৬৫ লাখ) ডলারে একটি হীরা বিক্রি করেছেন। এটি কিনেছেন ব্রিটিশ ব্যবসায়ী লরেন্স গ্রাফ। পিস ডায়মন্ড নামের হীরাটির ওজন ৭০৯ ক্যারেট। ইভাঞ্জেলিকাল পস্টার মমো নামে একটি কোম্পানির তদারকিতে সিয়েরালিওনের একটি খনিতে গত মার্চে এই হীরার সন্ধান মেলে। এর আকার এতটাই বড় যে এটি এখন বিশ্বের ১০ থেকে ১৫তম বড় হীরা। তবে হীরাটির বিক্রয়মূল্য এত কম হওয়ায় আশাহত হয়েছেন অনেকেই। ফেসবুকে শিশুদের এ্যাপ নীতিমালা অনুযায়ী অনুমতি না থাকলেও ফেসবুকে ১৩ থেকে কম বয়সী শিশুর একাউন্ট সংখ্যা বর্তমানে দুই কোটিরও বেশি। এ পরিস্থিতিতে সোমবার শিশুদের জন্য মেসেঞ্জার কিডস নামে নতুন এক এ্যাপ চালু করেছে ফেসবুক। এতে কোন বিজ্ঞাপন থাকবে না, তবে ব্যবহারের আগে শিশুকে তার মা-বাবার অনুমতি নিতে হবে। এর মাধ্যমে ভিডিও চ্যাট, বার্তা ও ছবি লেনদেন করা যাবে। থাকবে লাইব্রেরিও, যেখানে শিশু ছবি আঁকতে পারবে। শুরুতে শুধু এ্যাপলের আইওএস প্লাটফর্মেই এ্যাপটি পাওয়া যাচ্ছে। বিবিসি।
×