ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট নিয়ে টেরেসা মে ও জাঙ্কার নিষ্ফল বৈঠক

প্রকাশিত: ০৩:৫২, ৬ ডিসেম্বর ২০১৭

ব্রেক্সিট নিয়ে টেরেসা মে ও জাঙ্কার নিষ্ফল বৈঠক

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আইরিশ সীমান্ত সমস্যা এবং অন্যান্য বিষয় নিয়ে ববহু প্রতীক্ষিত চুক্তি সম্পাদিত হওয়ার একেবারে শেষ মুহূর্তে এসে সোমবার এই আলোচনা ভেস্তে যায়। টেরেসা মের সংখ্যালঘু সরকার উত্তর আয়ারল্যান্ডের যে ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল সেই পার্টি প্রধান এই ব্রেক্সিট চুক্তিতে আয়ারল্যান্ডের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না বলে জানালে শেষ মুহূর্তে তা বাতিল করতে হয় এবং এর মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাজনৈতিক দুর্বলতা ও অসহায়ত্ব উৎকটভাবে ধরা পড়ে। গত সোমবারেই একটি ফলপ্রসূ চুক্তি স্বাক্ষরিত হবে বলে ব্রাসেলসের সর্বত্র একটি আত্মবিশ্বাসী পরিবেশ বিরাজ করছিল-সে সময় আয়ারল্যান্ডের ডিইউপি নেত্রী অরলিন ফস্টারের টেলিফোন পেয়ে টেরেসা মে, ইইউ কমিশনের প্রেসিডেন্ট জাঁ ক্লদ জাঙ্কারের সঙ্গে তার আলোচনা স্থগিত করে দেন। অরলিন ফস্টার টেরেসা মে’কে স্পষ্ট জানিয়ে দেন যে, ব্রিটিশ সরকার উত্তর আয়ারল্যান্ডের স্বার্থকে ইউরোপীয় ইউনিয়নের আইনের সঙ্গে সম পর্যায়ভুক্ত করার যে উদ্যোগ নিয়েছে, তিনি তা সমর্থন করবেন না। অরলিন ফস্টারের সমর্থনে লন্ডনে টোরি দলভুক্ত প্রায় ৩০ জন ব্রেক্সিটপন্থী নেতৃবৃন্দও বক্তব্য দিয়েছেন। -গার্ডিয়ান
×