ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সানায় সৌদি জোটের ব্যাপক বোমাবর্ষণ

প্রকাশিত: ০৩:৫১, ৬ ডিসেম্বর ২০১৭

সানায় সৌদি জোটের ব্যাপক বোমাবর্ষণ

ইয়েমেনে মঙ্গলবার ভোরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমানগুলো হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় ব্যাপক বোমা হামলা চালায়। অস্বস্তিকর সম্পর্কে ফাটল ধরার পর রাজধানী থেকে পালিয়ে নিজ শহরে যাওয়ার পথে হুতি মিলিশিয়ারা দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহকে হত্যা করে। এরপরই শুরু হয় হুতিদের আস্তানা লক্ষ্য করে সৌদি জোটের ব্যাপক বিধ্বংসী বিমান হামলা। খবর এএফপির। সালেহ অনুগত যোদ্ধাদের বিরুদ্ধে এক সপ্তাহের প্রাণঘাতী লড়াইয়ের পর ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সানায় নিজেদের নিয়ন্ত্রণ সুসংহত করেছে। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি দেশের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। রাজধানী সানার কেন্দ্রস্থলে জনবহুল আবাসিক এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদে অন্তত সাতবার বিমান হামলা চালানো হয়েছে। তবে ত হতাহতের তাৎক্ষণিক কোন খবর পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যায় শহরের আকাশের নিচ দিয়ে সৌদি জোটের বিমান উড়াল দেয়া শুরু করলে লোকজন রাস্তাঘাট খালি করে নিরাপদ স্থানে চলে যান। দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে সালেহ অনুগতদের বিরুদ্ধে শিয়া হুতিদের কয়েকটি ছোট ছোট লড়াইয়ের খবর পাওয়া গেছে। বড় ধরনের কোন লড়াইয়ের খবর এখনও পাওয়া যায়নি।
×