ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

প্রকাশিত: ০৩:৫০, ৬ ডিসেম্বর ২০১৭

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

টানা দু’দিন বন্ধ থাকার পর রবিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। এছাড়া বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রমও শুরু হয়েছে। হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত কুমার সান্যাল এ তথ্য জানান। তিনি জানান, গত শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারী ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। রবিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে। এছাড়া কাস্টমস ও বন্দরের সকল বিভাগ চালু হওয়ায় বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য ওঠানামাসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। -স্টাফ রিপোর্টার, দিনাজপুর গাজীপুরে কাস্টমস ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অর্থের প্রয়োজন। আমাদের অনেক কিছু করতে হচ্ছে একেবারে নতুন করে। আমাদের প্রায় কিছুই ছিল না, সেখানে রাস্তাঘাট, সেতু, বিদ্যুত সব কিছুর জন্য অর্থের প্রয়োজন। আমরা নিজেরা উপনিবেশের শিকার ছিলাম। এজন্য আমাদের খেটে খেতে হবে। সুতরাং আমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে আমাদের নিজেদের উপার্জন নিজেদেরই ব্যবহার করতে হবে। গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএম সেন্টারে আয়োজিত দিনব্যাপী কাস্টমস ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজস্ব বোর্ডের ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোঃ ফিরোজ শাহ আলম, রেজাউল হাসান, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সুলতান মোঃ ইকবাল প্রমুখ। -স্টাফ রিপোর্টার, গাজীপুর
×