ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কিছুটা কমেছে

প্রকাশিত: ০৩:৪৫, ৬ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে লেনদেন কিছুটা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে গত কয়েক দিন ধরে সূচক ও লেনদেনে বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে। সূচক বাড়লে লেনদেন কমছে, আবার লেনদেন বাড়লে সূচক কমছে। মঙ্গলবারও এমন চিত্রেই লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬৪৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৮ কোটি ৬১ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৬৮৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১২৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি দিয়ে লেনদেন চলে। দিন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৯০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি থাই, কনফিডেন্স সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, গোল্ডেন হার্ভেস্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, নূরানী ডাইং ও সিটি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইস্টার্ন কেবল, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এএমসিএল (প্রাণ), শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট, ফার্মা এইড, আইপিডিসি, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও ফার কেমিক্যাল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ভানগার্ড মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল টিউব, পিপলস লিজিং, তাল্লু স্পিনিং, আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট মিউচুয়াল ফান্ড, বঙ্গজ, জেমিনি সী ফুড ও সোনালি আঁশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৮৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : প্যারামাউন্ট টেক্সটাইল, ঢাকা ব্যাংক, লঙ্কাবাংলা ফাইনান্স, শাহজালাল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, জেনারেশন নেক্সট ফ্যাশন, ফার কেমিক্যাল ও উত্তরা ব্যাংক।
×