ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর ৫০ খাল দখলমুক্ত করার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৮:২০, ৫ ডিসেম্বর ২০১৭

রাজধানীর ৫০ খাল দখলমুক্ত করার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশে ৫০ খালের বর্তমান অবস্থান-অবস্থার প্রতিবেদন তৈরি, খালগুলোর মূল গতিপথ ঠিক রেখে সীমানা নির্ধারণ, দখল ও দূষণকারীদের তালিকা করে নিয়মিত রক্ষণাবেক্ষণের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র, পরিবেশ অধিদফতর ও ওয়াপদার মহাপরিচালক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, রাজউকের চেয়ারম্যান ও ঢাকার জেলা প্রশাসককে ছয় মাসের মধ্যে এ কর্মপরিকল্পনা তৈরি করে হলফনামা আকারে তা আদালতে দাখিল করতে বলা হয়েছে। অন্যদিকে দুই মাসের মধ্যে পাঁচ কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকে জমা দেয়ার শর্তে জাপা এমপি শওকত চৌধুরীর জামিন বহাল রেখেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। রাজধানীর ৫০ খালের বর্তমান অবস্থান-অবস্থার প্রতিবেদন দখল ও দূষণকারীদের তালিকা করে নিয়মিত রক্ষণাবেক্ষণের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঢাকার খালগুলোর দূষণ-দখল এবং প্রবাহরোধ বন্ধে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনী ঘোষণা করা হবে না এবং দখল খালগুলো পুনরুদ্ধারে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও দেয়া হয়েছে। ভূমি সচিব, পরিবেশ সচিব, পানিসম্পদ সচিব, গণপূর্ত সচিব, ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদফতর ও ওয়াপদার মহাপরিচালক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, রাজউক চেয়ারম্যান ও ঢাকার জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে। ঢাকায় মোট ৫০টি খালের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ২৬টি খাল পুনরুদ্ধার এবং রক্ষণাবেক্ষণ সম্ভব বলেই বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এসব খালের মধ্যে রয়েছে কল্যাণপুর খাল, রামচন্দ্রপুর খাল, কাটাসুর খাল, ইব্রাহিমপুর খাল, কালশী খাল, আব্দুল্লাপুর খাল, দিয়াবাড়ি খাল, গুলশান-বনানী খাল রয়েছে। ৫ কোটি টাকার শর্তে জামিন ॥ দুই মাসের মধ্যে পাঁচ কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকে জমা দেয়ার শর্তে জাপা এমপি শওকত চৌধুরীর জামিন বহাল রেখেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। শওকত চৌধুরীর দেয়া জামিন প্রশ্নে হাইকোর্টের আদেশ সংশোধন করে সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়।
×