ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মানব পাচারে জড়িত থাকার কথা লিবিয়া দূতাবাসের অস্বীকার

প্রকাশিত: ০৮:০০, ৫ ডিসেম্বর ২০১৭

মানব পাচারে জড়িত থাকার কথা লিবিয়া দূতাবাসের অস্বীকার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে কোন ধরনের মানবপাচারে জড়িত থাকার কথা অস্বীকার করেছে লিবিয়া। সিএনএনসহ বিশ্ব মিডিয়ায় প্রকাশিত এ সংক্রান্ত সংবাদও সঠিক নয় বলে দাবি করেছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। সোমবার বারিধারায় লিবিয়া দূতাবাসে এ সংবাদ সন্মেলন করে এই বিষয়ে স্বীকৃতি জানান চার্জ দ্য এ্যাফেয়ার্স মাহমুদ সাললাবি। তিনি বলেন, লিবিয়া কোন ধরনের মানব পাচারের সঙ্গে জড়িত কখনোই ছিল না, এখনও নয়, ভবিষ্যতেও থাকবে না। তারপরও সম্প্রতি আফ্রিকান নাগরিকদের পশ্চিমা দেশে পাঠানোর জন্য বিশেষ রুট হিসেবে লিবিয়াকে অভিযুক্ত করা হচ্ছে। সিএনএনসহ পশ্চিমা মিডিয়ায় মানবপাচারের সঙ্গ লিবিয়া জড়িত বলে দাবি করা হচ্ছে। এটা আদৌ সত্য নয়। তারপরও আইনের প্রতি শ্রদ্ধা রেখে লিবিয়ায় এ সব অভিযোগ তদন্ত হচ্ছে। তিনি বলেন, আফ্রিকান দেশগুলো থেকে মানব পাচারের কথা উচ্চারিত হলেও এতে বাংলাদেশের নাম কখনোই প্রকাশিত হয়নি। আসলে বাংলাদেশ থেকে এ ধরনের মানব পাচারের অভিযোগও ওঠেনি। তারপরও অভিযোগ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই লিবিয়া সরকার তার তদন্ত শুরু করেছে। সেটা প্রমাণিত হলে লিবিয়ার প্রচলিত আইনেই ব্যবস্থা নেয়া হবে। লিবিয়ায় বর্তমানে বাংলাদেশী জনশক্তি রফতানি বন্ধ রয়েছে এবং কবে নাগাদ তা চালু করা হবে জানতে চাইলে তিনি বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। লিবিয়া কখনোই বাংলাদেশী শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি। বাংলাদেশ যখন চাইবে তখনই জনশক্তি পাঠাতে পারবে। লিবিয়া একে স্বাগত জানাবে। এ বিষয়ে সর্বাত্মক সাহায্য সহযোগিতাও দেয়া হবে।
×