ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হুতিদের হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সালেহ নিহত

প্রকাশিত: ০৭:৫০, ৫ ডিসেম্বর ২০১৭

হুতিদের হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সালেহ নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ হুতি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ নিহত হয়েছেন। হুতিদের নিয়ন্ত্রণে থাকা একটি রেডিও এক ঘোষণায় এ খবর প্রচার করে। খবর বিবিসি অনলাইনের। ওই রেডিওতে দাবি করা হয়, সোমবার রাজধানী সানায় সালেহের বাসায় বোমা হামলা চালালে তিনি নিহত হন। এরপর নিজের রাজনৈতিক দল জেনারেল পিপলস কংগ্রেস পার্টির পক্ষ থেকে সালেহর নিহতের খবর নিশ্চিত করা হয়। গণমাধ্যমের একাধিক খবরে বলা হয়, হুতিরা যখন হামলা চালায় তখন সালেহ বাড়িতেই ছিলেন। হামলায় তিনি নিহত হয়েছেন। এক সময় হুতি বিদ্রোহীদের মিত্র ছিলেন ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। সম্প্রতি তিনি সৌদি আরব নেতৃত্বাধীন জোট বাহিনীর সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। এতে হুতিরা ক্ষুব্ধ হয়।
×