ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ‘বিশেষ শিশু-কিশোরদের’ ক্রীড়া উৎসব শুরু

প্রকাশিত: ০৬:১৯, ৫ ডিসেম্বর ২০১৭

ওয়ালটন ‘বিশেষ শিশু-কিশোরদের’ ক্রীড়া উৎসব শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে সোমবার থেকে ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়েছে ‘ওয়ালটন বিশেষ শ্রেণীর শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব’। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। মূলত ২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে ঢাকা বিভাগের বিভিন্ন স্কুল ও সংস্থার সব ধরনের প্রতিবন্ধী ও অটিজম শিশু-কিশোররা অংশ নিয়েছে। এবারের এই ক্রীড়া উৎসব ১৫ ক্যাটাগরিতে ৪২ ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে।
×