ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ্যাকশন নিয়ে চিন্তা করছেন না আলআমিন

প্রকাশিত: ০৬:১৯, ৫ ডিসেম্বর ২০১৭

এ্যাকশন নিয়ে চিন্তা করছেন না আলআমিন

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারে দ্বিতীয়বার বোলিং এ্যাকশন সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে পেসার আলআমিন হোসেনের। প্রথমবার অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে। এবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টি২০ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল)। চট্টগ্রাম পর্বের শেষদিনে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ পেসারের বোলিং এ্যাকশন সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেন আম্পায়াররা। তবে সন্দেহজনক হলেও চলতি বিপিএলের ফাইনাল পর্যন্ত খেলার সুযোগ রয়েছে তার। সন্দেহজনক হিসেবে চিহ্নিত হওয়ার পর দুই সপ্তাহ সময় থাকে কোন বোলাররের জন্য সেটার পরীক্ষা দেয়ার। তবে প্রথমবার পরীক্ষা দিয়ে উতরে যাওয়ার কারণে এবারও আত্মবিশ্বাসী ২৭ বছর বয়সী এ ডানহাতি পেসার উত্তীর্ণ হওয়ার বিষয়ে। তাই নিজের বোলিং এ্যাকশন নিয়ে চিন্তা করছেন না তেমন। কিন্তু সময়টা ভালভাবে পার করা যেকোন বোলারের জন্যই চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে আলআমিনের বোলিং এ্যাকশনে সন্দেহ তৈরি হয় আম্পায়ারদের। সেবার সেই সিরিজে আর খেলা হয়নি তার। তবে পরীক্ষা নিরীক্ষার পর ত্রুটি ধরা পড়েনি। এ্যাকশনে কোন পরিবর্তন না করেই আবার খেলা চালিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়েছিলেন আলআমিন। এবারও তিনি এমনটাই প্রত্যাশা করছেন। আলআমিন এ বিষয়ে বলেন, ‘এর আগে যেবার হয়েছিল, ২০১৪ সালে। আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় তারা সন্দেহ প্রকাশ করেছিল। পরীক্ষা দিয়েছিলাম। কোন কিছু হয়নি। এ্যাকশনটা ঠিক ছিল। অনেকের এ্যাকশনে সমস্যা ছিল, পরিমার্জন করেছে। আমার এ্যাকশনে পরিমার্জন করেনি বলেই আমি আগের মতো বোলিং করছি। এবার এরা ধরেছে, যদি তারা পায় তখন পরিবর্তন করতে হবে, আর এভাবে ভাল থাকলে ভাল।’ বিষয়টি নিয়ে চিন্তার কোন কারণ দেখছেন না আলআমিন। সন্দেহ প্রকাশ করলেই নিশ্চিত হয় না যে এ্যাকশনে ত্রুটি আছে। নিয়মতান্ত্রিক উপায়গুলো মেনেই আবার ফিরে আসতে আশাবাদী তিনি। এ বিষয়ে আলআমিন বলেন, ‘আমি যতটুকু কথা বলেছি, বিপিএলের পরে। বিপিএলের মধ্যে সময় হবে না। আমাদের টেকনিক্যাল দিক দেখার জন্য নাসু ভাই আছেন, উনার সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন হয়তো ১৫-১৬ তারিখের দিকে হতে পারে।’
×