ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভ্যালেন্সিয়ার প্রথম হার

প্রকাশিত: ০৬:১৯, ৫ ডিসেম্বর ২০১৭

ভ্যালেন্সিয়ার প্রথম হার

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত গতিতে ছুটছে ভ্যালেন্সিয়া। কিন্তু রবিবার গেটাফের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা দলটি। সেইসঙ্গে চলতি মৌসুমে প্রথম হারেরও স্বাদ পেল ভ্যালেন্সিয়া। ৬৬ মিনিটে মারকেল বেরগারার ডিফ্লেকটেড শটে গেটাফের জয় নিশ্চিত হয়। ম্যাচের ২৫ মিনিটে গেটাফের উরুগুয়ের মিডফিল্ডার মাওরো আরামবারি লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় বাকি সময়টা ১০ জনকে নিয়ে খেলতে বাধ্য হয়েছে স্বাগতিকরা। সফরকারী ভ্যালেন্সিয়ার জন্য সবচেয়ে হতাশার বিষয় ছিল এই সুযোগটিও বাকি ৬৫ মিনিট তারা কাজে লাগাতে পারেনি। সেল্টা ভিগোর সঙ্গে ন্যুক্যাম্পে ২-২ গোলে ড্র করে শনিবার পয়েন্ট হারিয়েছিল বার্সিলোনা। আর সে কারণেই ভ্যালেন্সিয়ার সামনে সুযোগ এসেছিল ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কাতালানদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর।
×