ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্যারিসিচের হ্যাটট্রিকে শীর্ষে ইন্টার, মিলানের ড্র, ল্যাযিওর জয়

জমে উঠছে সিরি এ লীগ

প্রকাশিত: ০৬:১৮, ৫ ডিসেম্বর ২০১৭

জমে উঠছে সিরি এ লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক মৌসুম ধরেই ইতালিয়ান সিরি এ লীগে এককভাবে রাজত্ব করছে জুভেন্টাস। তবে এবার নিষ্প্রভ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। তাদের ছাপিয়ে নতুন মৌসুমে দুর্দান্ত খেলছে ইন্টার মিলান এবং নেপোলি। এর ফলে সিরি এ লীগও বেশ জমে উঠেছে। ইন্টার, নেপোলি এবং জুভেন্টাসের সঙ্গে এবার শিরোপার লড়াইয়ে রয়েছে ল্যাযিও-রোমাও। তবে এই মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ইন্টার মিলান। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজিত তারা। রবিবারও ইভান প্যারিসিচের হ্যাটট্রিকে ইন্টার মিলান ৫-০ গোলে হারিয়েছে চিয়েভোকে। সেইসঙ্গে লীগ টেবিলের শীর্ষে পৌঁছে গেছে ইন্টার। সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে গোলের খাতা খুলেন ক্রোয়েশিয় তারকা প্যারিসিচ। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ম্যাচে স্বাগতিক ইন্টারের অধিনায়ক মাউরো ইকার্দি এবং ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার একটি করে গোল করেন। এই ম্যাচে গোল করার সৌজন্যেই চলতি মৌসুমে ১৬তম গোল করেন ইকার্দি। সেইসঙ্গে সিরি এ লীগের সর্বোচ্চ গোলদাতার আসনটাও দখল করে নেন তিনি। এই ম্যাচে জেতায় লীগের একমাত্র দল হিসেবে এখনও অপরাজিত ইন্টার মিলান। চলতি মৌসুমের প্রথম ১৫ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। কারণ গত শুক্রবার তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বী নেপোলি ১-০ গোলে হেরে গেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের কাছে। একটা সময় ইতালিয়ান লীগে রাজত্ব করত ইন্টার। কিন্তু সময়ের কালক্রমে তারা যেন হারিয়ে যেতে বসেছে। তবে নতুন মৌসুমেই যেন স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছে ইন্টার। চিয়েভোকে হারিয়ে ২০১৬ সালের জানুয়ারির পর এই প্রথম পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিতে পেরেছে তারা। বর্তমানে নেপোলির চেয়ে এক পয়েন্ট এবং জুভেন্টাসের চেয়ে দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে ইন্টার মিলান। এমন জয়ে দারুণ সন্তুষ্ট ইন্টার মিলানের খেলোয়াড়রা।
×