ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেয়ার ব্রিজের সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৭, ৫ ডিসেম্বর ২০১৭

পেয়ার ব্রিজের সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান ব্রিজ এশিয়ান গেমসের প্রস্তুতিপর্ব ‘টেস্ট টু এশিয়ান গেমস’-এর সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রণব কুমার সাহা ও বাহার-এ-আলম জুটি পেয়ার ব্রিজ চ্যাম্পিয়নশিপের শেষ চারে নাম লিখিয়েছেন। এ প্রতিযোগিতায় ১৩ দেশের ৩০ জুটি অংশ নিচ্ছে। এদের মধ্যে ভাল খেলে ফাইনালের পথে রয়েছেন বাংলাদেশের প্রণব-বাহার জুটি। গত ২৯ নবেম্বর থেকে শুরু হয় এই আসর। এতে অংশ নিতে বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের পাঁচ সদস্যের একটি পুরুষ দল জাকার্তা যায়। ফিলিপিন্সকে হারিয়ে প্রতিযোগিতার শুভসূচনা করে বাংলাদেশ (৬৭-৪১ পয়েন্ট)। আগামীতে এশিয়ান গেমসে ব্রিজের নিয়মিত আসর বসবে কি না, তা নির্ভর করছে ব্রিজ এশিয়ান গেমসের এই প্রস্তুতিপর্বের সফলতার ওপর। এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, জর্দান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চাইনিজ তাইপে, ফিলিপিন্স, চীন, হংকং ও স্বাগতিক ইন্দোনেশিয়াসহ ১৩ দেশের ৩৪ ব্রিজ দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে ১০ পুরুষ দল, ৮ মহিলা দল, ৯টি মিশ্র দল ও ৭টি সুপার মিক্সড দল অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দেশেরই দুই বা ততধিক ব্রিজ দল খেলছে। এই প্রতিযোগিতার প্রতিটি বিভাগ থেকে ৪টি করে মোট ১৬ দল আগামী আগস্টে ইন্দোনেশিয়া অনুষ্ঠানরত এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
×