ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিল্লী টেস্ট

ম্যাথুস-চান্দিমালের সেঞ্চুরির পরও এগিয়ে ভারত

প্রকাশিত: ০৬:১৬, ৫ ডিসেম্বর ২০১৭

ম্যাথুস-চান্দিমালের সেঞ্চুরির পরও এগিয়ে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ দিল্লী টেস্টে দারুণ দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল। সাবেক ও বর্তমান অধিনায়কের বীরত্বগাথা ব্যাটিং সত্ত্বেও ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিপক্ষ ভারতের হাতে। প্রথম ইনিংসে স্বাগতিকদের বিশাল স্কোরের (৫৩৬/৭ ডিক্লে.) জবাবে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে লঙ্কানদের সংগ্রহ ৩৫৬। আউট হওয়ার আগে ১১১ রানের দৃষ্টিনন্দন এক সেঞ্চুরি উপহার দিয়েছেন ম্যাথুস। আর ব্যক্তিগত ১৪৭ রানে অপরাজিত আছেন অধিনায়ক চান্দিমাল। এখনও ১৮০ রানে পিছিয়ে অতিথিরা। নাগপুরের দ্বিতীয় টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে বিরাট কোহলির ভারত। কলকাতার প্রথম টেস্ট ড্র হয়। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জিততেই হবে লঙ্কানদের, ম্যাথুস-চান্দিমালের আলোচিত ব্যাটিং সত্ত্বেও সেটি এখনও বহু দূরের পথ। রানের পাহাড়ে চাপা পড়া শ্রীলঙ্কা এক পর্যায়ে ৭৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল। মনে হচ্ছিল আরও একটি লজ্জা হয়ত সময়ের বিষয়। তখনই বুক চিতিয়ে দাঁড়িয়ে যান বহু যুদ্ধের পোড় খাওয়া সৈনিক ম্যাথুস। সঙ্গী হিসেবে চান্দিমালের চেয়ে ভাল কেউ আর হতে পারতেন না। সাম্প্রতিক সময়ে তরুণ অধিনায়কই যে দলের অন্যতমসেরা ব্যাটসম্যান। ৩ উইকেটে ১৩১ রান নিয়ে দিনের খেলা শুরু করে সফরকারীরা। সারাদিন ৮৬ ওভারে ৬ উইকেট হারিয়ে আরও ২২৫ রান যোগ করে শ্রীলঙ্কা। দুর্দান্ত সেঞ্চুরিতে যেখানে দ্যুতি ছড়িয়েছেন ম্যাথুস ও চান্দিমাল। চতুর্থ উইকেট জুটিতে ১৮১ রান যোগ করেছেন সাবেক ও বর্তমান অধিনায়ক। চা বিরতির একটু আগে ম্যাথুসকে (১১১) আউট করে স্বাগতিক দলে স্বস্তি ফেরান অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। শেষ সেশনে অবশ্য হাত লাগিয়েছেন দলের বাকি বোলাররা। তাতেই ২৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। সামিরা সামারাবিক্রমা (৩৩) ছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। দিনের শেষভাগে অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল তারা। লক্ষণ সান্দাকানকে নিয়ে বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন অধিনায়ক চান্দিমাল (১৪৭*)। আগামীকাল তার চেষ্টা থাকবে দুই দলের রানের ব্যবধানটা ১৮০-র চেয়ে যতটা কমিয়ে আনা যায়। রবিবার দ্বিতীয় দিনেও রান উঠেছিল, পড়েছিল উইকেটও। কিন্তু ক্রিকেট নিয়ে আলোচনা খুব কমই হয়েছে। আগের দিন শ্রীলঙ্কান দুই পেসার দূষণে অস্বস্তি ভুগছিলেন বেশ। দুইবার খেলা থামিয়েছেন গামাগে, আর ড্রেসিং রুমে গিয়ে নাকি বমি করেছেন লাকমল। ভারতীয় পেসারদের দেখে অবশ্য মনে হয়নি কোন অস্বস্তিতে ভুগছেন তারা। দিল্লীর ছেলে ইশান্ত শর্মা আর উত্তর প্রদেশের মোহাম্মদ শামি তো পুরোটা সময়ই দুর্দান্ত গতিতে বোলিং করেছেন। শর্ট বল আর সুইংয়ে সফরকারীদের ঝামেলায় ফেলেছেন। দুই পেসারের এমন বোলিংয়েও অবশ্য হাসি ফুটছিল না বিরাট কোহলির মুখে। সব ছাপিয়ে ম্যাথুস-চান্দিমাল যে উইকেটে জমে গিয়েছিলেন। আর প্রথম ইনিংসে ভারতের বিশাল স্কোরের রূপকার কোহলি (২৪৩) ও মুরলি বিজয় (১৫৫)। দিল্লীতে ক্যারিবিয়ান গ্রেট ব্রায়ান লারাকে পেছনে ফেলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬ ডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়েন সুপার কোহলি। স্কোর কার্ড ভারত প্রথম ইনিংস ৫৩৬/৭ ডিক্লে. (১২৭.৫ ওভার; বিজয় ১৫৫, ধাওয়ান ২৩, পুজারা ২৩, কোহলি ২৪৩, রাহানে ১, রোহিত ৬৬, অশ্বিন ৪, ঋদ্ধিমান ৯*, জাদেজা ৫*; লাকমল ০/৮০, গামাগে ২/৯৫, দিলরুয়ান ১/১৪৫, সান্দাকান ৪/১৬৭, ধনঞ্জয়া ০/৪৮)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৩৫৬/৯ (১৩০ ওভার; করুনারত্নে ০, দিলরুয়ান ৪২, ধনঞ্জয়া ১, ম্যাথুস ১১১, চান্দিমাল ১৪৭*, সামারা বিক্রমা ৩৩, রোশান সিলভা ০, দিকওয়েলা ০, লাকমল ৫, গামাগে ১, সান্দাকান ০*; শামি ২/৭৪, ইশান্ত ২/৯৩, জাদেজা ২/৮৫, অশ্বিন ৩/৯০) ক্স তৃতীয় দিন শেষে
×