ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়েলিংটন টেস্টে ইনিংস ও ৬৭ রানে হার সফরকারী ওয়েস্ট ইন্ডিজের

দাপুটে জয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৬:১৫, ৫ ডিসেম্বর ২০১৭

দাপুটে জয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ একদিন হাতে রেখেই ওয়েলিংটন টেস্ট জিতে নিল স্বাগতিক নিউজিল্যান্ড। ইনিংস ও ৬৭ রানে জয়ের পথে উইন্ডিজকে কার্যত উড়িয় দিল কেন উইলিয়ামসনের দল। প্রথম ইনিংসে ১৩৪ রানে গুটিয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের বিশাল স্কোরের (৫২০/৯ ডিক্লে.) জবাবে ফলটা হয়ত অনুমিতই ছিল। যেখানে সংগ্রামী এক ইনিংসে ব্যবধান কমিয়েছেন ক্রেইগ ব্রেথওয়েট। অভিজ্ঞ ওপেনারের ৯১ ও তরুণ শিমরন হেটমায়ারের ৬৬ রানের পরও দ্বিতীয় ইনিংসে ৩১৯এ থামে জেসন হোল্ডারের দল। ঘরের মাটিতে সেঞ্চুরি পেয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম (১০৫) ও অভিষিক্ত টম ব্লান্ডল (১০৭*)। তবে দুর্দান্ত বোলিংয়ে (৭/৩৯ ও ২/১০২, মোট ৯ উইকেট) ম্যাচসেরা হয়েছেন ব্ল্যাকক্যাপস পেসার নেইল ওয়াগনার। দাপুটে জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল উইলিয়ামসন বাহিনী। শনিবার হ্যামিল্টনে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্যারিবীয়রা আগের দিন যে প্রতিরোধ গড়েছিল, সোমবার চতুর্থ দিনে তা ভেঙ্গে গেছে বালির বাঁধের মতো। কিউই বোলিংয়ে ধসে গেছে উইন্ডিজ ব্যাটিং। ৭৯ রানে দিন শুরু করা ব্রেথওয়েটকে হারিয়েই শুরু। এই ওপেনারকে ৯১ রানে ফেরান স্পিনার মিচেল স্যান্টনার। গোটা ম্যাচে স্পিনে নিউজিল্যান্ডের এটি একমাত্র উইকেট। বাকি কাজ সেরেছেন পেসাররা। জোট বেঁধে উইকেট ভাগাভাগি করে গুড়িয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের। লাঞ্চ পর্যন্ত তবু ৫ উইকেট হাতে ছিল ওয়েস্ট ইন্ডিজের। লাঞ্চের পর ৩৩ রানের মধ্যে হারায় তারা শেষ ৫ উইকেট। ব্যাট হাতে সেঞ্চুরির পর দুটি উইকেটও নিয়েছেন ডি গ্র্যান্ডহোম। তবে প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে আরও দুটি নিয়ে ম্যাচসেরা বাঁহাতি পেসার ওয়েগনার। দলীয় সংগ্রহের সঙ্গে এদিন ১০৯ রান যোগ করেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। শেষ ছয় উইকেট গেছে ছয় ওভারে; মাত্র ৬২ রানের মধ্যে। তার আগে গ্র্যান্ডহোম ও ব্লান্ডলের ব্যাটে ৫২০ রানের বড় স্কোর গড়ে নিউজিল্যান্ড। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৭৪ বলে ১০৫ রান করে আউট হন অলরাউন্ডার গ্রান্ডহোম। টেস্টে কোন ক্রিকেটারের ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরির ক্ষেত্রে এটিই রেকর্ড দ্রুততম। আর অভিষেকে ১০৭ রানের দারুণ সময়োপযোগী সেঞ্চুরি ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্লান্ডল। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ॥ ১৩৪/১০ (৪৫.৪ ওভার; ব্রেথওয়েট ২৪, পাওয়েল ৪২, হেটমায়ার ১৩, শাই হোপ ০, চেইস ৫, আমব্রিস ০, ডাওরিচ ১৮, হোল্ডার ০, রোচ ১৪*, কামিন্স ১, গ্যাব্রিয়েল ১০; বোল্ট ২/৩৬, হেনরি ০/৩৯, ডি গ্র্যান্ডহোম ০/১৩, ওয়াগনার ৭/৩৯) ও দ্বিতীয় ইনিংস ৩১৯/১০ (১০৬ ওভার; আগের দিন ২১৪/২; ব্রেথওয়েট ৯১, পাওয়েল ৪০, হেটমায়ার ৬৬, শেই হোপ ৩৭, চেইস ১৮, আমব্রিস ১৮, ডাওরিচ ৩, হোল্ডার ৭, রোচ ৭, কামিন্স ১৪, গ্যাব্রিয়েল ৪*; বোল্ট ২/৮৭, হেনরি ৩/৫৭, ডি গ্র্যান্ডহোম ২/৪০, ওয়েগনার ২/১০২, স্যান্টনার ১/২৫, উইলিয়ামসন ০/০)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ॥ ৫২০/৯ ডিক্লে. (১৪৮.৪ ওভার; গ্র্যান্ডহোম ১০৫, রাভাল ৪২, টেইলর ৯৩, নিকোলস ৬৭, ব্লান্ডল ১০৭*, বোল্ট ১৮*; গ্যাব্রিয়েল ১/৯০, রোচ ৩/৮৫, কামিন্স ২/৯২, হোল্ডার ১/১০২, চেইস ২/৯৫, ব্রেথওয়েট ০/৪৬) ফল ॥ নিউজিল্যান্ড ইনিংস ও ৬৭ রানে জয়ী ম্যাচসেরা ॥ নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড) সিরিজ ॥ দুই টেস্টের সিরিজে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে।
×