ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ইতিহাস জানাবে বিজয় এ্যাপস

প্রকাশিত: ০৫:৫৭, ৫ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশের ইতিহাস জানাবে বিজয় এ্যাপস

স্টাফ রিপোর্টার ॥ ১৫ বীর মুক্তিযোদ্ধার উপস্থিতিতে ‘বিজয় ইতিহাস এ্যাপস’ উদ্বোধন করল রবি। এখন ২ থেকে ৫০০ টাকার যেকোন নোট স্ক্যান করে যে কেউ জানতে পারবে স্বাধীনতার ইতিহাস। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর উদ্ভাবনী ডিজিটাল এ্যাপটি উদ্বোধন করেন। জাতীয় স্মৃতিসৌধের প্রতিটি স্তম্ভের অর্থকে ফুটিয়ে তোলা হয়েছে এ্যাপসটির মাধ্যমে। অনুষ্ঠানে বীরাঙ্গনা হনুফা ১৯৭১ এ তার নিযার্তিত হওয়ার যন্ত্রণাময় অভিজ্ঞতার কথা বলেন। তিনি আরও বলেন, কিছু টাকা আমরা পাই। কিন্তু টাকাই তো সব নয়, আমাদের সম্মান নেই। মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাই। আপনাদের লজ্জিত হওয়ার কোন কারণ নেই। লজ্জা আমাদের যে আমরা আপনাদের যোগ্য সম্মান দিতে পারিনি। এছাড়া তিনি মুক্তিযুদ্ধে তার নিজের অভিজ্ঞতার স্মৃতিচারণা করেন। বিজয় ইতিহাস এ্যাপসের মাধ্যমে ২, ৫, ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট স্ক্যান করলে যথাক্রমে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন জারি, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অডিও-ভিজ্যুয়াল ইতিহাস জানা যাবে।
×