ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে দুটি অর্থনৈতিক অঞ্চল হবে

প্রকাশিত: ০৫:৫৭, ৫ ডিসেম্বর ২০১৭

যশোরে দুটি অর্থনৈতিক অঞ্চল হবে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, ঢাকা, চট্টগ্রামের পর তৃতীয় বৃহত্তম বিনিয়োগের ক্ষেত্র হিসেবে যশোরের সম্ভাবনা রয়েছে। যশোর সদর ও ঝিকরগাছায় ৯শ একর জমিতে দুটো অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি মাসে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সভায় দুটি অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব উপস্থাপন করা হবে। সভায় প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সকল সুযোগ-সুবিধা রয়েছে যশোরে। সোমবার যশোর সদর, ঝিকরগাছা ও শার্শায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে বিকেলে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পবন চৌধুরী বলেন, দেশের সম্ভাবনাময় ১০০টি অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে ৫টি অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত সম্পন্ন হয়েছে। সেখানে উৎপাদনও চালু হয়েছে। ১৫টি অর্থনৈতিক অঞ্চল চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে। যশোরে দুটো অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে চাই। সদর উপজেলায় ৫শ’ একর ও ঝিকরগাছা উপজেলায় ৪শ’ একর জমি অধিগ্রহণের লক্ষ্য রয়েছে। জমি অধিগ্রহণে মালিককে বাজার দরের তিনগুণ মূল্য দেওয়া হবে। বাড়িঘর থাকলে স্থানান্তর করে তৈরি করে দেওয়া হবে। দুটো অর্থনৈতিক অঞ্চল দুই বছরের মধ্যে সম্পন্ন করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধশালী করতে হলে শিল্পের বিকাশ ঘটাতে হবে। শিল্পের জন্য জমি দিতে হবে। অর্থনৈতিক অঞ্চল হলে বিপুল মানুষের কর্মসংস্থান হবে। যাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হবে তাদের পরিবারকে দক্ষ জনবলের চাকরিতে অগ্রাধিকার দেয়া হবে।
×