ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহজালালে দেড় লাখ রিয়ালসহ যাত্রী আটক

প্রকাশিত: ০৫:৪৯, ৫ ডিসেম্বর ২০১৭

শাহজালালে দেড় লাখ রিয়ালসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় লাখ সৌদি রিয়ালসহ (সৌদি আরবের মুদ্রা) এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল। রবিবার রাত সাড়ে নয়টার দিকে তাকে আটক করা হয়। এক খুদে বার্তায় ঢাকা কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ইউ-এস বাংলা এয়ারলাইন্সের ঢাকা-সিঙ্গাপুরগামী ফ্লাইটের (বিএস-৩০৭) যাত্রীদের নজরদারি করা হয়। বোর্ডিং ব্রিজ এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার রিয়ালসহ (বাংলাদেশী মুদ্রায় ৩৩ লাখ টাকা) আব্দুর রহমান (৩১) নামে ওই যাত্রীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই যাত্রী কাস্টমসকে জানায়, তার বড় ভাই ইলিয়াসের বন্ধু কাদেরের কাছ থেকে বায়তুল মোকাররম মার্কেট এলাকায় মুদ্রাসহ ব্যাগটি গ্রহণ করেন তিনি।
×