ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্তমান সরকারের অধীনে নির্বাচন জনগণ মানবে না ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৪৯, ৫ ডিসেম্বর ২০১৭

বর্তমান সরকারের অধীনে নির্বাচন জনগণ মানবে না ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির সিদ্ধান্ত পরে জানানো হবে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, সদ্য প্রয়াত মেয়র আনিসুলের হকের দাফন সম্পন্ন হতে না হতেই নির্বাচনী ভাবনা শোভন নয়। আমরা দেখছি তার লাশ দাফনের সঙ্গে অনেকে নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করেছেন। সমাজ বিষয়গুলো ভালভাবে নেবে না, উল্লেখ করেন তিনি। সোমবার নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার এবং প্রধান নির্বাচন কমিশনার একই সুরে কথা বলছেন। সিইসি সরকারের কৃপাধন্য। কাদেরের বক্তব্যের সঙ্গে সঙ্গে সিইসিরও এক সুর। এই সুর প্রমাণ করে, সিইসি সরকারের নির্মিত সেই পুরনো পথেই হাঁটবেন। তিনি সিইসির উদ্দেশে বলেন, আপনি আওয়ামী সরকারের অশুভ ইচ্ছা পূরণের খাঁচায় বন্দী তোতাপাখি হবেন না। রিজভী বলেন, একটি স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব দেশে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, চাকরি রক্ষার্থে বর্তমান সিইসি অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি আমলে নেবেন না। আওয়ামী সরকারের অশুভ ইচ্ছা পূরণের খাঁচায় বন্দী তোতাপাখি হবেন না। বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে রিজভী বলেন, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। দেশের গণতন্ত্রকামী মানুষ কোন নীলনক্সার ফাঁদে পা দেবে না। ষড়যন্ত্র, চক্রান্ত আর বড় বড় বুলির মায়াজাল সৃষ্টি করে শেখ হাসিনা ও তার সরকারের অধীনে জাতীয় নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না।
×