ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুদকে জিজ্ঞাসাবাদ যতটুকু সম্ভব সব বলে দিয়েছেন বাচ্চু

প্রকাশিত: ০৫:৪৭, ৫ ডিসেম্বর ২০১৭

দুদকে জিজ্ঞাসাবাদ যতটুকু সম্ভব সব বলে দিয়েছেন বাচ্চু

স্টাফ রিপোর্টার ॥ বেসিক ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি মামলা সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে (দুদক) যতটুকু বলা সম্ভব ছিল তার সব কিছু বলে দিয়েছেন বলে দাবি করেছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু। সোমবার ব্যাংকটির এ সংক্রান্ত অভিযোগে দায়ের করা মামলায় সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের পরিচালক জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, ২ হাজার ৩৬ কোটি টাকার ৫৬টি মামলার অভিযোগে আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তিনি সাংবাদিকদের বলেন, দুদকের কর্মকর্তারা অভিযোগগুলো নিয়ে তদন্ত করছে। এ বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমার পক্ষে যেটুকু বলা সম্ভব ছিল আমি তার জবাব দিয়েছি। প্রয়োজনে আরও সহযোগিতা করব। মামলার অভিযোগ তদন্তাধীন, এখনও স্টাবলিশ হয়নি। অভিযোগের তিনি দোষী নাকি নির্দোষ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাচ্চু বলেন, এখনও তদন্ত চলছে। অভিযোগ ইস্টাবলিশ হয়নি। কাজেই এখনই এটি বলা মুশকিল। চেয়ারম্যান থাকা অবস্থায় হাজার হাজার কোটি টাকা লোপাট হওয়ার বিষয়ে জানতে চাইলে বাচ্চু বলেন, তদন্ত চলছে, দেখা যাক কী হয়। অপরদিকে বাচ্চুকে মামলার আসামি করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহামুদ চৌধুরী বলেন, অভিযোগের তদন্ত চলছে।
×