ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, এক শিক্ষার্থীর অনশন

প্রকাশিত: ০৫:৪৭, ৫ ডিসেম্বর ২০১৭

ডাকসু নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, এক শিক্ষার্থীর অনশন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে এক অভিনব আন্দোলন করে যাচ্ছেন এক শিক্ষার্থী। ২৭ বছর যাবত বন্ধ থাকা এই ডাকসু নির্বাচনের দাবিতে বিগত ৯ দিন যাবত একক অনশন করছেন তিনি। আন্দোলনরত ওই শিক্ষার্থীর নাম ওয়ালিদ আশরাফ। প্রথম দিকে একা আন্দোলন শুরু করলেও এখন তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো একাত্মতা প্রকাশ করেছেন। ক্রমশ এই আন্দোলন বৃহৎ আকার ধারণ করতে পারে বলে জানা গেছে। ডাকসু নির্বাচনের দাবিতে একটি বৃহৎ আকারের আন্দোলনের চেষ্টা চলছে। ওয়ালিদ আশরাফ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সান্ধ্যকালীন ছাত্র। পাশাপাশি ভাষা বিজ্ঞান ইনস্টিটিউটে ভাষা শিখেন তিনি। তার দাবি একটাই- ‘ডাকসু নির্বাচন দিতে হবে’। বিগত আট দিনের অনশনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন ওয়ালিদ। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ‘স্মৃতি চিরন্তন’ নামক চত্বরে তিনি অবস্থান নিয়েছেন। মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের স্মরণে নির্মিত এই চত্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের ঠিক পাশে। গত ২৫ নবেম্বর শুরু হয় এই অনশন। একে একে নয় দিন পার হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনীর কড়ইগাছের নিচে ছোট্ট একটি অস্থায়ী তাঁবু গেড়েছেন ওয়ালিদ আশরাফ। নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস আর কম্বল নিয়ে সেখানেই কাটাচ্ছেন দিন-রাত। ওয়ালিদ আশরাফের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রতি শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে প্রতিদিন। পথচারীরা কেউ কেউ তার সঙ্গে আলাপ-আলোচনাও করছেন। টানা অনশনের কারণে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন ওয়ালিদ। স্বাস্থ্য পর্যবেক্ষণ করে ডাক্তার জানিয়েছেন, রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক কমে গেছে, রক্তচাপও অনেক কম। তাই যেকোন সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে বলে জানিয়েছেন ডাক্তার। ওয়ালিদ অনশন শুরুর পর ডাকসু নির্বাচনের দাবি আবারও সোচ্চার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্রসংগঠনগুলো তার দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ওয়ালিদের কাছে গিয়ে সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। ডাকসু নির্বাচনের স্লোগানে নতুন করে লেখা হচ্ছে ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে। এছাড়া ডাকসুর দাবিতে প্রতিবাদী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ওয়ালিদের সঙ্গে স্মৃতি চিরন্তনে অবস্থান নিয়েছে অনেক শিক্ষার্থী। মোমবাতি প্রজ্বালন, ডাকসুর দাবিতে মিছিলও করছেন তারা। ডাকসুর দাবিতে দেয়াল লিখন, গ্রাফিতিও করেছেন তারা। গত শনিবার ওয়ালিদের সঙ্গে সংহতি জানাতে আসেন ঢাবি অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশের নেতৃত্বে আসন্ন রেজিস্ট্রার গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে প্রগতি পরিষদের পক্ষে অংশ নেয়া প্রতিনিধিরা। এ সময় তারা ডাকসুর দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে প্রশাসনের এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এর কিছু সময় পরেই সংহতি জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। বাম ছাত্রসংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে রাজু ভাস্কর্যে মুখে কালোকাপড় বেঁধে মানববন্ধন করেছেন। ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট এবং ছাত্র ফেডারেশনের সাবেক ছাত্রনেতারা কর্মসূচীতে সংহতি জানায়।
×