ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে প্রভাষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ০৫:৩৮, ৫ ডিসেম্বর ২০১৭

বরিশালে প্রভাষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের এক প্রভাষকের বিরুদ্ধে এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ এনে ওই প্রভাষকের বিচার দাবি করে ইউএনও, কলেজ গবর্নিং বডির সভাপতি, অধ্যক্ষ, থানার ওসিসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চলতি বছর ওই কলেজ থেকে এইচএসসি পাশ করা বাকাল গ্রামের ভুক্তভোগী সংখ্যালঘু সম্প্রদায়ের এক ছাত্রী একই কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক ফকিরের বিরুদ্ধে তাকে ধর্ষণসহ তার একই ব্যাচের বিভিন্ন ছাত্রীর শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের সাক্ষী হিসেবে ফিরিস্তি তুলে ধরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত প্রভাষক ফারুক ফকিরকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে ওই ছাত্রী আত্মহত্যা করবেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রভাষক ফারুক ফকিরের নিজ গ্রামের ভুক্তভোগী সংখ্যালঘু সম্প্রদায়ের ওই শিক্ষার্থীর অভিযোগে জানা গেছে, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক ফকির কলেজে ভর্তির সময় থেকে বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাসে ভুক্তভোগী ছাত্রীসহ বিভিন্ন ছাত্রীদের প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। বাকাল গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের ওই শিক্ষার্থী তাদের একই গ্রামের বাসিন্দা সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক ফকিরের কাছে পড়াশোনায় সহযোগিতা কামনা করেন।
×