ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলে গেলেন হিন্দী ছবির শক্তিমান অভিনেতা শশী কাপুর

প্রকাশিত: ০৫:৩৭, ৫ ডিসেম্বর ২০১৭

চলে গেলেন হিন্দী ছবির শক্তিমান অভিনেতা শশী কাপুর

জনকণ্ঠ ডেস্ক ॥ হিন্দী চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা শশী কাপুর আর নেই। দীর্ঘদিন রোগভোগের পর সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি কন্যা সানজানা এবং দুই পুত্র কুনাল ও কারনকে রেখে গেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। পৃথ্বীরাজ কাপুরের সর্বকনিষ্ঠ পুত্র শশী কাপুরের আসল নাম বলবীর রাজ কাপুর। চলচ্চিত্রের দুনিয়ায় ও আপামর ভক্তদের কাছে তিনি শশী কাপুর হিসেবেই অধিক পরিচিতি পান। হিন্দী থেকে ইংরেজী, বিভিন্ন চলচ্চিত্রে তার অভিনয় প্রতিভা বার বার জয় করেছে দর্শকদের মন। তিনি জীবদ্দশায় পেয়েছেন ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার ও দাদাসাহেব ফালকে পুরস্কারে হয়েছেন সম্মানিত। ব্রিটিশ অভিনেত্রী ও পৃথ্বী থিয়েটারের প্রতিষ্ঠাতা জেনিফার কেন্ডল ছিলেন তার স্ত্রী। ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করা হয় ওই থিয়েটার এবং ১৯৮৪ সালে তার স্ত্রীর মৃত্যু হয়। তার মৃত্যুতে সারাবিশ্বের অনেকে শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত¡না প্রদান করেছেন।
×