ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ বছর দেশে ৮৬৫ এইডস রোগী শনাক্ত ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৬, ৫ ডিসেম্বর ২০১৭

এ বছর দেশে ৮৬৫ এইডস রোগী শনাক্ত ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ এক বছরে দেশে ৮৬৫ জনের দেহে এইডস শনাক্ত হয়েছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জাননো হয় গত বছরের নবেম্বর থেকে গত অক্টোবর পর্যন্ত ৭৭ হাজার ৭২৫ জনকে পরীক্ষা করে ৮৬৫ জন এইডস আক্রান্ত চিহ্নিত করা হয়েছে। এছাড়াও মন্ত্রী সংবাদ সম্মেলনে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সফরের বিস্তারিত তুলে ধরেন। মন্ত্রী বলেন, নতুনভাবে আক্রান্তের মধ্যে পুরুষ ৬৩৯ জন, নারী ২১৩ জন, কমন জেন্ডার বা হিজড়া ১৩ জন। এরমধ্যে ৬৩ জন রোহিঙ্গা। বাংলাদেশে আসার পর যাদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে এইডস দিবসের মূল অনুষ্ঠানে নতুনভাবে সংক্রমিতদের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী। বর্তমানে দেশে এইচআইভি পজেটিভ এর সংখ্যা ১১ হাজার ৭০০ জন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার শূন্য দশমিক ০১ শতাংশের নিচে। সম্প্রতি ঢাকা শহরের একটি বিশেষ অঞ্চলে শিরার মাধ্যমে মাদক গ্রহণকারীদের মধ্যে কিছুটা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। যদিও সামগ্রিক অর্থে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রিত পর্যায়ে আছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এবার স্বাস্থ্য আমার অধিকার স্লোগানকে সামনে রেখে ১ ডিসেম্বর (শুক্রবার) দেশব্যাপী বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দিবসটি উদযাপনের জন্য ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচীটি অনিবার্য কারণে গত ১ ডিসেম্বর আয়োজন করা হয়নি। এই কর্মসূচী আগামী ৬ ডিসেম্বর (বুধবার) আয়োজন করা হবে। এরপর মন্ত্রী গত ১৬ থেকে ১৮ নবেম্বর পর্যন্ত রাশিয়ার মস্কোতে টেকসই উন্নয়নের যুগে যক্ষ্মা নির্মূলে করণীয়’ বিষয়ক মন্ত্রী পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন এবং ২৮ থেকে ৩০ নবেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের আন্ত্রণে শেয়ারিং নলেজ ইভেন্ট-২০১৭ সম্মেলনে অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ফয়েজ আহমেদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল হক খানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ^ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কিথ হ্যানসেন (কবরঃয ঐধহংবহ), এ্যানেট্টে ডিক্সন (অহহবঃঃব উরীড়হ)-এর সঙ্গে আমি দুটি পৃথক বৈঠক করি। ওয়াশিংটনে বিশ^ব্যাংকের উদ্যোগে ‘নলেজ শেয়ারিং ইভেন্ট ২০১৭’ সম্মেলনের অংশ হিসেবে এই বৈঠক করি। সেখানে আমি বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হতে চলেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীর দূরদর্শী ভিশন নিয়ে দেশ এখন এগিয়ে চলেছে। মন্ত্রী বলেন, মস্কো সফরে তিনি ২০৩০ সালের মধ্যে ভারত বাংলাদেশ তথা এই অঞ্চল থেকে যক্ষ্মা নির্মূলের জন্য একটি আঞ্চলিক কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন। তিনি ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায় যক্ষ্মা শনাক্তকরণ কেন্দ্র স্থাপনের সুপারিশসহ রোহিঙ্গাদের মধ্যে যক্ষ্মার প্রকপ রোধে করণীয় সম্পর্কে সম্মেলনে বিস্তাতি তুলে ধরেন। মন্ত্রী যুক্তরাষ্ট্র সফরের কথা তুলে ধরে বলেন, সহিংসতার কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা সেদেশের নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ‘মাদার অব হিউম্যানিটি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়, খাদ্য ও চিকিৎসা দেয়ার যে উদ্যোগ নিয়েছেন তার প্রশংসা করে বিশ^ব্যাংক সহায়তার হাত সম্প্রসারিত করার আশ^াস দিয়েছেন। বৈঠকে বিশ^ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে শহরাঞ্চলের স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, এখন এই সেবা স্থানীয় সরকার বিভাগ দিয়ে থাকে। এসব কাজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এলে আমাদের নেতৃত্বে সমন্বিতভাবে কর্মসূচী নেয়া সম্ভব হলে ভাল ফল পাওয়া যাবে। তাই সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি বিবেচনা করা হবে বলে আমি তাদের আশ^স্ত করি।
×