ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিবার বিয়ে মেনে না নেয়ায় কিশোর দম্পতির আত্মহত্যা

প্রকাশিত: ০৫:১১, ৫ ডিসেম্বর ২০১৭

পরিবার বিয়ে মেনে না নেয়ায় কিশোর দম্পতির আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে বিষপানে এক কিশোরী দম্পতি আত্মহত্যা করেছে। বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে তারা আত্মহত্যা করে। এরা হলো রবিউল ইসলাম রিমন (১৫) ও রাজিয়া সুলতানা মিম (১৪)। প্রেম করে বিয়ে দুই পরিবার মেনে নিতে না পারায় তারা আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানান। তবে পুলিশ বলেছে আত্মহত্যার কথা তাদের বলা হলেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। শনিবার মধ্যরাতে তারা হাসপাতালে মারা যায়। রবিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়। সোমবার বিষয়টি জানাজানি হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, নন্দীগ্রাম উপজেলার রায়পুরের কুস্তাবেতগাড়ি গ্রামের রবিউল ইসলাম ৬ মাস আগে প্রেম করে বগুড়া সদরের নারুলী এলাকার জাকিয়া সুলতানা মিমকে বিয়ে করে। তবে উভয় পরিবারই এ বিয়ে মেনে নেয়নি। বাড়িতে উঠতে না পেরে রবিউল গ্রামের বাড়ি রায়পুরের এক আত্মীয়ের বাড়িতে ওঠে। সেখানেই তারা শনিবার রাতে এক সঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খায়। বগুড়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় পরে তারা মারা যায়। বগুড়া সদর থানার এস আই শাজাহান জানান, দু’জনই কিশোরী ছিল। তিনি শুনেছেন, পরিবার তাদের বিয়ে মেনে না নেয়ায় রিমন ও মিম আত্মহত্যা করে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত করা হয়েছে। বিস্তারিত কিছু জানা যায়নি। বগুড়া মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ জানিয়েছে ওই দম্পতির বয়স হাসপাতালে ভর্তির সময় ১৪ উল্লেখ করা হয়েছিল। নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতি আত্মহত্যার কথা স্বীকার করে জানান, তিনি বিস্তারিত জানেন না।
×