ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালুরঘাট সেতু নির্মাণে ১১৪৬ কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া

প্রকাশিত: ০৫:০৬, ৫ ডিসেম্বর ২০১৭

কালুরঘাট সেতু নির্মাণে ১১৪৬ কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট-বোয়ালখালী সেতুর জন্য ১ হাজার ১৪৬ কোটি টাকা দিতে সম্মত হয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে অতি প্রয়োজানীয় এই সেতু নির্মাণের জন্য অর্থের যোগান নিয়ে সমস্যা কেটে গেছে। সোমবার সেতু বাস্তবায়ন পরিষদকে এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোঃ আবদুল মোমিন জানান, সোমবার তারা এ ব্যাপারে সাক্ষাত করেছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরীর সঙ্গে। তিনি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার এক্সিম ডেভেলপমেন্ট কাউন্সিল (ইডিসি) এই অর্থের যোগান দেবে। সেতুটি হবে রেললাইনসহ সড়ক সেতু। এটি বাস্তবায়ন করবে রেলপথ মন্ত্রণালয়। এজন্যই আমরা রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির সঙ্গে সাক্ষাত করেছি। দক্ষিণ কোরিয়ার ইডিসি ১৩৯ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১১৪৬ কোটি টাকা দিতে সম্মত হওয়ার বিষয়টি চূড়ান্তভাবে মন্ত্রণালয়কে জানিয়েছে। সেতু বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম জানান, অর্থের সংস্থান নিয়ে এখন আর কোন অনিশ্চয়তা নেই। ফলে নির্মাণ কাজ দৃশ্যমান হতে আর বেশি সময় লাগবে না বলে আমরা আশা করছি। সাক্ষাতের সময় ছিলেন পরিষদের সংগঠক মোহাম্মদ ইউনুস, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, সাদেকুল ইসলাম সবুজ এবং এস প্রকাশ পাল। এছাড়া উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগ নেতা শ্যামল কুমার পালিত এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি নিরুপম দাশগুপ্ত। উল্লেখ্য, অত্যন্ত পুরনো কালুরঘাট সেতু অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অতি সরু এই রেল সেতুর ওপর দিয়ে যানবাহনও চলাচল করে। যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিও অনেক বেড়েছে। চট্টগ্রামের বোয়ালখালীর সঙ্গে যোগাযোগের জন্য এ সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্মিত হলে বোয়ালখালী যুক্ত হয়ে যাবে চট্টগ্রাম নগরীর সঙ্গে।
×