ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ॥ সেরা কৃষকদের সমাবেশ

প্রকাশিত: ০৪:০২, ৫ ডিসেম্বর ২০১৭

৭৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ॥ সেরা কৃষকদের সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৪ ডিসেম্বর ॥ একেএম হাসেম-মতিয়া বেগম শিক্ষা তহবিল থেকে ৭৬ কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৭ এবং এইচএসসি পরীক্ষায় ৯ জনকে সংবর্ধনা হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এদের মধ্যে ১৫ গরিব শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাষ্ট্রদূত একেএম ফারুকের সভাপতিত্বে জেলা প্রশাসক হামিদুল হক প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক শাহাজাদি বেগম, বাসন্ডা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ প্রমুখ। সেরা কৃষকদের সমাবেশ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ সোমবার মুলাডুলি ইউনিয়নের আড়কান্দি গ্রামে ময়েজ উদ্দিন কৃষি খামারে সেরা কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭০টি সিআইজি প্রতিনিধি দলের সভাপতি ও সম্পাদক পদধারী কৃষকরা এতে অংশ নেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা সদর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নু। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান কূল ময়েজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কৃষি কর্মকর্তা রওশন জামাল। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন, প্রডিউসার অর্গানাইজেশন সভাপতি মুরাদ মালিথা ও সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।
×