ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ০৪:০০, ৫ ডিসেম্বর ২০১৭

নোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৪ ডিসেম্বর ॥ ভর্তি বাবদ সর্বসাক্যুল্যে ৫ হাজার টাকা ফি করাসহ ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করছে নোবিপ্রবির শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলা ‘বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস’ অডিটোরিয়ামের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থী এ কর্মসূচী পালন করে। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। এতে দ্বিতীয় দিনের মতো চলা ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, বিভাগীয় ট্রান্সক্রিপ্ট বাবদ ২০ ও মূল সনদ বাবদ ৫০ টাকা নেয়া, ব্যাকলগের বর্ধিত ফি প্রত্যাহার করে তা ৩০০ টাকা করা এবং ইম্প্রুভমেন্টের সর্বনিম্ন জিপিএ- ৩.০০ করা, ওয়ান স্টপ এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা এবং শিক্ষার্থীকেন্দ্রিক যে কোন সিদ্ধান্ত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নিতে হবে, আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং হলের খাদ্যে ভর্তুকি দিতে হবে ও পুরো ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন ওয়াইফাই ইন্টারনেট চালু করতে হবে। জানতে চাইলে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে ভর্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকার কথা স্বীকার করেন রেজিস্ট্রার মোঃ মমিনুল হক। সাংবাদিকদের তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা আলোচনায় বসেছেন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। এক প্রশ্নে তিনি বলেন, তিন-চার বছর ভর্তি ফি বাড়ানো হয়নি। পূর্বে যা ছিল এবারও তা নেয়া হচ্ছে। শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা সঙ্গে নিয়ে আসতে বলা হয়, কিন্তু তা পুরোপুরি নেয়া হয় না। বিভিন্ন চার্জ হিসাব করে যে বিভাগে যা আসে তাই নেয়া হয়। এদিকে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও কয়েকজন আনসার সদস্যকে মারধর করার অভিযোগে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন নোবিপ্রবি ফার্মেসি বিভাগের মোহাইমিনুল ইসলাম নুহাশ, কৃষি বিভাগের খাইরুল বাশার বিপ্লব, আব্দুর রাকিব ও অর্থনীতি বিভাগের নজরুল ইসলাম নাইম। তারা বিশ্ববিদ্যালয়ের ১০ম ও ১১তম ব্যাচের শিক্ষার্থী।
×