ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রকাশিত: ০৩:৫৯, ৫ ডিসেম্বর ২০১৭

সড়ক দুর্ঘটনায় নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জে ২, সীতাকুন্ডে ২, ফটিকছড়িতে ২ ও যশোর, চাপাইনবাবগঞ্জ, গাজীপুর, সিলেট, ফরিদপুরে একজন করে নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলা নামক স্থানে বাসচাপায় সাহেদ আলী (২৮) নামে এক মাটি কাটার শ্রমিক এবং অপর দুর্ঘটনায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের কোলা ইউনিয়নের ছাইতানতলী নামক স্থানে দুপুর সাড়ে ১২টায় পিকাপ ভ্যানের চাপায় কৃষ্ণদাসী (৭০) নামে এক বৃদ্ধা মারা যায়। পুলিশ জানান, মহাসড়কের রামের খোলা নামক স্থানে ঢাকাগামী এসএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সে ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার চর নুরউদ্দিন গ্রামের মৃত আব্দুল কাদের দেওয়ানের পুত্র। অপরদিকে উপজেলার শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের কোলা ইউনিয়নের ছাইতানতলী নামক স্থানে দুপুর সাড়ে ১২টায় একটি পিকাপ ভ্যান চাপায় কৃষ্ণদাসী নামে এক পথচারী বৃদ্ধাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত কৃষ্ণদাসী উপজেলার কোলা ইউনিয়নের ছাইতানতলী গ্রামের মৃত সুবল চন্দ্র দাসের স্ত্রী। সীতাকুন্ড- ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় ২ সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইজন। সোমবার ভোরে উপজেলার সোনাইছড়ির ইউনিয়নের শীতলপুর এলাকায় আবুল খায়ের স্টীল মিলের প্রবেশ পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কুমিল্লা জেলার বরুড়া থানার শাহাপুর গ্রামের আব্দুর রব (৫২), একই জেলার চান্দিনা থানার তেওনাইল গ্রামের আব্দুর হালিম এর পুত্র সিদ্দিকুর রহমান (৪৫)। তারা দুইজন কুমিল্লা চান্দিনা থেকে ট্রাকে করে চট্টগ্রামে সবজি নিয়ে আসছিল। জানা যায়, ভোরে চট্টগ্রামমুখী একটি ট্রাক সবজি বোঝায় কুমিল্লা চান্দিনা থেকে চট্টগ্রাম আসার পথে উপজেলার শীতলপুর এলাকায় আবুল খায়ের স্টীল মিলে প্রবেশ মুখে অতিক্রমকালে একইমুখী একটি দাড়াঁনো ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়। এতে উক্ত ট্রাকের ড্রাইভার, হেলপারও গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফটিকছড়ি ॥ চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীস্থ মুহুরীহাট বটতল এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সা উল্টে মাহমুদ (৬০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পুত্র আনিস জানান, তিনি ও তার পিতা পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ির বিবিরহাট থেকে মাছ কিনে বিক্রির উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিক্সাযোগে ইছাপুর বাজারে যাচ্ছিলেন। মুহুরীহাট বটতলের সামান্য উত্তরে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অটোরিক্সাটি উল্টে যায়। এ সময় পেছন থেকে অপর একটি অটোরিক্সা এসে তার বাবাকে সজোরে ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। অন্যদিকে উপজেলার নানুপুরের ড. মাহমুদ হাসান সড়কে রবিবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় শওকত (১৮) নামে এক যুবক প্রাণ হারিয়েছে। ঐদিন সকাল ৮টায় মোটরসাইকেলের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায়। সে বক্তপুর ছমদ বাড়ির জসিমের দ্বিতীয় পুত্র। যশোর অফিস ॥ যশোরে বাস উল্টে খাদে পড়ে মাকসুদুর রহমান (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি নতুন উপশহর এ ব্লক মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এই দুর্ঘটনায় আরও বিশজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে যশোর-মাগুরা সড়কে বাঘারপাড়া উপজেলার কেষ্টপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানান, যশোর থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী একটি যাত্রীবাস (চট্ট মেট্রো-চ-১৭৪৪) বাঘারপাড়া উপজেলার কেষ্টপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে তারা হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মাকসুদুর রহমান নামে একজন মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে রাবেয়া খাতুন নামে একজনের অবস্থা খারাপ। অন্যরা আশংকামুক্ত। চাঁপাইনবাবগঞ্জ ॥ সোনা মসজিদ মহাসড়কের চামাগ্রাম এলাকায় সোমবার সকালে ট্রাকের ধাক্কায় এক ট্রলি চালক নিহত হয়েছে। নিহত ট্রলি চালক হচ্ছে, সদর উপজেলার দারিয়াপুর কালুপুর গ্রামের রুবেল (২৭) । পুলিশ জানান, বরেন্দ্র এলাকা থেকে ধানের খড় বোঝাই, একটি ট্রলি রামচন্দ্রপুর হাটে যাবার সময় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চামাগ্রাম এলাকায় পৌঁছলে শিবগঞ্জগামী একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দেয়। এসময় ট্রলি চালক রুবেল ঘটনাস্থলেই নিহত হন। গাজীপুর ॥ মাজারের জন্য টাকা সংগ্রহ করতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় এক কর্মী সোমবার নিহত হয়েছে। নিহতের নাম ইব্রাহিম খলিল (৪০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকার আবুল হাশেমের ছেলে। ইব্রাহীম স্থানীয় ফসিহ উদ্দিন মাজারের টাকা সংগ্রহের কাজ করত। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও যাত্রীদের কাছ থেকে মাজারের জন্য সোমবার টাকা সংগ্রহ করছিল ইব্রাহীম। টাকা সংগ্রহ করতে গিয়ে ওই মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। সিলেট অফিস ॥ শহরের ঘাসিটুলা এলাকায় একটি ভ্যান গাড়ীর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম খোকন আহমদ (৩০)। সে ঘাসিটুলা এলাকার বাসা নং-২৯, বারী মঞ্জিলের কানু মিয়ার ছেলে। জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে খোকনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আচার বিক্রিকারী একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ছিটকে পড়ে খোকন মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফরিদপুর ॥ মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত হযেছেন গৃহবধূ জাহিদা বেগম (৫০)। সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার মধুখালী মরিচ বাজার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জাহিদা বেগম (৫০) মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সমসকান্দী গ্রামের হাসেম শেখের স্ত্রী। জানা গেছে, জাহিদা বেগম তাঁর স্বামী এবং ছেলে জাহিদুলকে নিয়ে একটি রিক্সা ভ্যানে করে বাড়ি থেকে মধুখালী বাজারের দিকে আসছিলেন। এ সময় মাগুরা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল বাস মাম পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-০৪৯৬) ওই রিক্সা ভ্যানটিকে ধাক্কা দিলে জাহিদা বেগম সড়কের ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
×