ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৩:৫৮, ৫ ডিসেম্বর ২০১৭

  টু   ক  রো  খ   ব   র

শাহজাদপুরে সংঘর্ষ ॥ আহত ৯ নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৪ ডিসেম্বর ॥ সোমবার সকালে দু’দফা সংঘর্ষে পৌর কাউন্সিলর ও কলেজ ছাত্রীসহ নয় জন আহত হয়েছে। জানা গেছে, পৌর কাউন্সিলর বেল্লাল হোসেন ও তার লোকজন পারকোলা উত্তরপাড়ায় একটি ফসলি জমি থেকে জোর করে মাটি কাটতে গেলে জমির মালিক নূর আলম বাধা দিলে কাউন্সিলর বেল্লাল হোসেনের লোকজনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে । এ ঘটনার পরে কাউন্সিলর বেল্লালের ব্যবসায়ী পার্টনার উথান ও রফিকুল এবং কাউন্সির বেল্লাল নিজে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জমির মালিক নূর আলমের উপর হামলা চালায়। এ হামলায় বেল্লালের সঙ্গে তার নিজ গ্রাম পারকোলা দক্ষিণ পাড়ার লোকজন অংশ নেয়। এদিকে নিজের জমির মাটি রক্ষায় আক্রমণকারীদের বাধা দিতে গেলে জমির মালিক নূর আলমসহ ৭ জন আহত হয়। আহতরা হলো আইজুল হক, শহিদুল, সেলিম, কলেজ ছাত্রী কনক চাঁপা, আইয়ুব, খলিল ও রাজ্জাক। এ ছাড়াও প্রতিপক্ষের লাঠির আঘাতে পৌর কাউন্সিলর বেল্লালসহ আরও দুইজন আহত হয়। ঝালকাঠিতে চারজনকে কারাদন্ড নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের সূত্র ধরে কুপিয়ে জখম করার দায়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। সোমবার এই আদালতের বিচারক আবু শামীম আজাদ কাঠালিয়া উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রামের বাবুল খলিফাকে ৩ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস এবং তার পুত্র সোহেল ওরফে শুক্কুরসহ আনোয়ার হোসেন ও আফজাল হাওলাদার প্রত্যেককে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের দন্ড‍াদেশ প্রদান করেছে। ২০১৪ সালের ১৪ জুলাই শৌলজালিয়া গ্রামের শিফাত কামালকে আসামিরা কুপিয়ে গুরুতর জখম করে। বগুড়ায় তথ্যমেলা শুরু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দুই দিনের তথ্য মেলা শুরু হয়েছে সোমবার। আয়োজক সচেতন নাগরিক কমিটি (সনাক)। শহীদ টিটু মিলনায়তন চত্বরে বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে তথ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। মেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পাসপোর্ট অফিস, ভূমি অফিস, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, পৌরসভা, ফায়ার সার্ভিসসহ ২৬টি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান স্টল দিয়েছে। সকল প্রতিষ্ঠানই তথ্য অধিকার আইনের বিষয় সাধারণের মধ্যে প্রচার করছে এবং তথ্য সেবা দিচ্ছে। এ ছাড়াও মেলা মঞ্চে প্রতিদিন দুর্নীতিবিরোধী নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। সনাক সভাপতি মাছুদার রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, তথ্য মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সনাক সদস্য নজরুল ইসলাম প্রমুখ। সোনার বারসহ আটক ৩ স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় সোনার বারসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, ভারতের ২৪ পরগণা জেলার গৌরিশেল এলাকার দিমান সরকার, উত্তর প্রদেশের মাদিয়া এলাকার নিতাই সেন ও ২৪ পরগণা জেলার মালপাড়া এলাকার মাহেশ লাল সাহা। জানা গেছে, চেকপোস্ট থেকে বের হওয়ার পথে ওই তিন ভারতীয়কে আটক করা হয়। মাদকমুক্ত লিফলেট নিয়ে এমপি মাঠে নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ ডিসেম্বর ॥ সোমবার বেলা ১১টায় নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে লিফলেট বিতরণ করেন সাধন চন্দ্র মজুমদার এমপি। ইউপি চেয়ারম্যান মোঃ আকবর আলীর সভাপতিত্বে পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আলী মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা এ এফএম গোলাম ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। গ্রেফতার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৪ ডিসেম্বর ॥ মামুন হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সোমবার সকালে পার্বতীপুর বাসটার্মিনালের অয়েল ডিপোর সামনে জেলা ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন মালিক সমিতির সহ-সভাপতি ও পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, পরিষদের আহ্বায়ক রওশন আলী সরকার, সদস্য সচিব ফজলুল হক ভূইয়া, সদস্য হুমায়ুন কবীর, নবাব আলী, সফিকুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ আগামী সাত দিনের মধ্যে খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। চট্টগ্রামে শিবির নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পুলিশী অভিযানে গ্রেফতার হয়েছে সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্র শিবিরের এক নেতা। গ্রেফতার সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের সদস্যরা সোমবার দুপুরে বিবিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সাজ্জাদ মহসিন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। সে ঐ কলেজের সায়েন্স ফ্যাকাল্টির ইউনিট শিবিরের সভাপতি। বিভিন্ন অভিযোগ এবং মামলা থাকায় পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে গোপন তথ্যে খবর পেয়ে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের সালেপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত বিলাল আহমদ (২৬) মৃত মুছব্বির আলীর ছেলে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায় বিলাল বিদ্যুতের খাম্বা থেকে মাটিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুত লাইনে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। বিজয় সরকার মেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নড়াইল ৪ ডিসেম্বর ॥ চারণকবি বিজয় সরকারের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী ‘বিজয় সরকার মেলা’র উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রশিল্পী বলদেব অধিকারীর একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করা হয়। চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশনের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ^াস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ারুল ইসলাম, ড. গাজী রহমান, অধ্যক্ষ রওশন আলী প্রমুখ।
×