ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে নাগরিক অধিকার আন্দোলনের ২৪ দফা দাবি

প্রকাশিত: ০৩:৫৭, ৫ ডিসেম্বর ২০১৭

যশোরে নাগরিক অধিকার আন্দোলনের ২৪ দফা দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ খুলনা-কলকাতা ট্রেনের স্টপেজ চালু, অপরিকল্পিতভাবে পুকুর ভরাট বন্ধ, জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, দ্রুত জেলায় গ্যাস সরবরাহসহ ২৪ দফা দাবি জানিয়েছে নাগরিক অধিকার আন্দোলন। সোমবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করে জেলার সামাজিক আন্দোলনের গুরুত্বপূর্ণ এই সংগঠনটি তাদের দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মাস্টার নূর জালাল লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলন থেকে জেলায় মাইকেল মধূসূদনের নামে কৃষি ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপন, জেলাকে সিটি কর্পোরেশন ও বিভাগ ঘোষণা, জনগণের অংশগ্রহণে স্বচ্ছতার ভিত্তিতে দ্রুত ভৈরব নদ সংস্কার, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিতকরণ, বেনাপোল স্থল বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, সন্ত্রাসীদের রুখতে শহরকে সিসি ক্যামেরার আওতায় আনাসহ মোট ২৪ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো বাস্তবায়নে সরকার আন্তরিক উল্লেখ করে মাস্টার নূর জালাল বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক আছেন বলেই জেলায় মেডিক্যাল কলেজ হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় আছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, প্রতিনিয়ত উন্নয়ন হচ্ছে জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। কিন্তু আমাদের জনপ্রতিনিধিদের আন্তরিকতার কারণে অনেক সম্ভাবনা থাকার পরেও কাক্সিক্ষত উন্নয়ন আমরা পাচ্ছি না।
×