ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১১০ কেজি গাঁজাসহ আটক দুই

প্রকাশিত: ০৩:৫৭, ৫ ডিসেম্বর ২০১৭

১১০ কেজি গাঁজাসহ আটক দুই

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ ডিসেম্বর ॥ রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বদলগাছি উপজেলায় গুলি ছুড়ে একটি পাজেঁরো গাড়ি থামিয়ে গাড়ি থেকে ১১০ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। উপজেলার তিলকপুর-পারসোমবাড়ি সড়কের শ্রীরামপুর ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পাজেঁরো গাড়ির চালক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন চকলক্ষিপুর গ্রামের আব্দুল বারেক এবং অপরজন চাঁদপুর জেলার শাহরস্তি উপজেলার আহম্মদনগর গ্রামের সেলিম হোসেন। পুলিশ জানায়, গাঁজা বহনকারী পাঁজেরো গাড়িটির সামনে ব্যারিকেড সৃষ্টি করা হয়। ব্যারিকেড উপেক্ষা করে সামনে এগুতে চাইলে শর্টগানের পর পর দু’রাউন্ড গুলি ছুঁড়তে হয়। এক পর্যায়ে গাড়িটি পিছন দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়। বেনাপোল স্টাফ রিপোর্টার, বেনাপোল থেকে জানান, বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তের সাদিপুর মাঠ থেকে ১১৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার ভোরের দিকে ভারত থেকে পাচার হয়ে আসার পর সাদিপুর মাঠ থেকে এ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে বিজিবি। তবে পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। বেনাপোল রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল মামুন জানান, গোপন খবরের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশ সীমান্তের সাদিপুর মাঠের মধ্য দিয়ে বেনাপোল বাজারের দিকে যাবে মাদকের একটি বড় চালান। পরে সাদিপুর মাঠে অভিযান চালালে মাদক চোরাচালানিরা তাদের কাছে থাকা গাঁজা ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।
×