ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে বস্তি উচ্ছেদের সিদ্ধান্ত স্থগিত

প্রকাশিত: ০৩:৫৫, ৫ ডিসেম্বর ২০১৭

রাজশাহীতে বস্তি উচ্ছেদের সিদ্ধান্ত স্থগিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জনপ্রতিরোধ ও নেতাদের হস্তক্ষেপে নগরীর বহরমপুর এলাকায় রেললাইনের পাশের বস্তি উচ্ছেদ থেকে সরে দাঁড়াল রেলওয়ে কর্তৃপক্ষ। নোটিসের পর কয়েকদিন ধরে মাইকিং করলেও শেষ পর্যন্ত সোমবার বস্তি উচ্ছেদের সিদ্ধান্ত স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে অবৈধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে বলে জানা গেছে। সূত্র জানায়, পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল থেকে রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরুর উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। বেলা ১০টার দিকে রেলের উচ্ছেদ টিম বহরমপুর এলাকায় গেলে বস্তিবাসীরা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও নেতৃবৃন্দ উচ্ছেদ টিমকে সেখান থেকে ফিরিয়ে দেন।
×