ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কিশোরীগঞ্জে সরকারী গাছ কাটা হয়েছে

প্রকাশিত: ০৩:৫৫, ৫ ডিসেম্বর ২০১৭

কিশোরীগঞ্জে সরকারী গাছ কাটা হয়েছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে ডাঙ্গাপাড়া গ্রামে অবস্থিত সিনহা গ্রুপের সিনহা পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে এলাকার সরকারী কাঁচা সড়কের বিভিন্ন প্রজাতির ৩০টি মূল্যবান গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার এলাকাবাসী অভিযোগ করে জানায় কেটে নেয়া গাছের মূল্য প্রায় তিন লাখ টাকা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে সিনহা পোল্ট্রি ফার্মের ভিতরে ময়নাকুড়ি হতে ডাঙ্গারহাট যাওয়ার রাস্তার দুই পাশ্বে সিনহা পোল্ট্রি ফার্মের পক্ষে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে। অভিযোগ সরকারী এই কাঁচা সড়কের বেশকিছু অংশ তারা দখল করে নিয়েছে। আর এই দখল প্রক্রিয়ায় সড়কের প্রায় ৩০টি মেহগনি, রেনট্রি, নিম গাছ কেটে ফেলা হয়। এমনকি গাছের গোঁড়াগুলো উপড়ে ফেলা হয়েছে। সরেজমিনে দেখা যায় কেটে ফেলা গাছগুলো ময়নাকুড়ি দাখিল মাদ্রাসা মাঠে রাখা হয়েছে। এখান হতে ১৫টি গাছ ইতোমধ্যে বিক্রি করা হয়। এলাকাবাসীর অভিযোগ এর সঙ্গে বাহাগিলি ইউনিয়নের ভূমি অফিসের সহকারী তহশিলদার রশিদুল ইসলামও জড়িত রয়েছে। তারা মাদ্রাসার মাঠ হতে গাছগুলো বিক্রি করছে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ তামান্না বলেন, আমি কয়েকদিন আগে অভিযোগ পেয়ে তহশিলদার রশিদুলকে ইসলামকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলি। কিন্তু তিনি আমাকে জানায় কারা ওই গাছগুলো কেটেছে তা তিনি জানেন না। তবে উপজেলা নির্বাহী অফিসার এসএম মেহেদী হাসান ওই গাছগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে রাখার জন্য নির্দেশ দিয়েছে। তহশিলদার রশিদুল ইসলাম বলেন, আমি সিনহা পোল্ট্রি ফার্মে গিয়েছিলাম। রাস্তার দুই ধারের কয়েকটি গাছ কেটেছে তবে কারা কেটেছে তা কেউ বলতে চায়নি। আমি এখন কাটা গাছের গোড়ালিগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। এই গাছ কাটার সঙ্গে তার জড়িত থাকার কথা তিনি অস্বীকার করেন। এদিকে বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু বলেন, সরকারী রাস্তার ৫ থেকে ৬টি গাছ কেটেছে এটা সত্য।
×