ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট পালন

প্রকাশিত: ০৩:৫৪, ৫ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট পালন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ র‌্যাব এবং ওষুধ প্রশাসনের হয়রানির প্রতিবাদে সোমবার ভোর থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করেছে চট্টগ্রামের ওষুধ ব্যবসায়ীরা। ফলে হাজারি গলিসহ নগরীর প্রায় সকল এলাকায় এদিন ওষুধের দোকানগুলো বন্ধ থাকে। আকস্মিক এ কর্মসূচীতে বিপাকে পড়ে যান জরুরী ওষুধ সংগ্রহে আসা ক্রেতারা। মেয়াদোত্তীর্ণ এবং ভেজাল ওষুধের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযান পরিচালিত হয় নগরীর ওষুধের দোকানগুলোতে। এরই ধারাবাহিকতায় নগরীর বহদ্দারহাট হক মার্কেটে অবস্থিত দোকানগুলোতে যৌথভাবে অভিযান চালায় র‌্যাব এবং ওষুধ প্রশাসন অধিদফতর। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে বিভিন্ন অপরাধে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। এরই প্রতিক্রিয়ায় ব্যবসায়ীরা এ কর্মসূচী পালন করেন। বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আশীষ আচার্য জানান, বহদ্দারহাট এলাকায় রবিবারের এ অভিযানের খবরে ওষুধ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। রাতেই জরুরী বৈঠকে সমিতির নেতারা সোমবার ভোর থেকে ২৪ ঘণ্টার কর্মসূচী গ্রহণ করেন। তবে অত্যন্ত জরুরী বিবেচনায় কর্মসূচীর আওতায় বাইরে রাখা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার দোকানগুলোকে।
×