ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজয়ের মাসে অবসকিওরের ‘স্টপ জেনোসাইড’

প্রকাশিত: ০৩:৪৫, ৫ ডিসেম্বর ২০১৭

বিজয়ের মাসে অবসকিওরের ‘স্টপ জেনোসাইড’

স্টাফ রিপোর্টার ॥ বিজয়ের মাসের প্রথমদিন অবসকিওর ব্যান্ডের ১২তম এ্যালবাম ‘স্টপ জেনোসাইড’ রিলিজ হয়েছে। এ্যালবামে ৮টি গান রয়েছে। এ্যালবামটি ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। এবারের এ্যালবামে কোন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থাকছে না। এ প্রসঙ্গে অবসকিওরের প্রধান ও শিল্পী সাইদ হাসান টিপু বলেন, ‘স্টপ জেনোসাইড’ গানটি রোহিঙ্গাসহ পৃথিবীর সব গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ। যথারীতি এতে অবসকিওরের নিজস্ব ঘরানার মেলোডি গানের সম্ভারও থাকছে। আর এবারও কলকাতার কবি অমিত গোস্বামী, বাংলাদেশের তানজিল ও মোস্তফা মাহমুদের রচনায় রয়েছে গান। টিপু আরও বলেন, অবসকিওর প্রতিবছর একটি এ্যালবাম উপহার দেবে বলে শ্রোতাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এ বছর ‘স্টপ জেনোসাইড’ সেই প্রতিশ্রুতি রক্ষার একটি দলিল।
×