ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত: ০৩:৪৪, ৫ ডিসেম্বর ২০১৭

মাগুরায় সাংস্কৃতিক সন্ধ্যা

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা : মাগুরায় বহুমুখী পাটপণ্য মেলা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মেলা মঞ্চে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক প্রশাসক আতিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারাসহ বিপুল সংখ্যক দর্শক। মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার এই মেলার আয়োজন করে। মাগুরায় ৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার রাতে শেষ হয়। পাট শিল্পের উন্নয়নের পাশাপাশি পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কালেকটরেট মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ২৫টি স্টলে পাটজাত পণ্য প্রদর্শিত ও বিক্রয় হচ্ছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা ছিল। মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে।
×