ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রশংসিত বিটিভির ‘অন্তরমহল’

প্রকাশিত: ০৩:৪৪, ৫ ডিসেম্বর ২০১৭

প্রশংসিত বিটিভির ‘অন্তরমহল’

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভিতে সম্প্রতি ‘অন্তরমহল’ নামে ব্যতিক্রমী একটি অনুষ্ঠান প্রচার হয়। প্রচারের পর অনুষ্ঠানটি দর্শক মহলে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেন ঈমাম হোসাইন। অনুষ্ঠানের পরিকল্পনাকারী ও উপস্থাপক কথাসাহিত্যিক মাসউদুল হক বলেন, ভারতীয় বা পশ্চিমা কোন কনসেপ্ট না নিয়ে একটা মৌলিক অনুষ্ঠান করার চেষ্টায় ছিলাম দীর্ঘদিন। প্রায় মাস ছয়েক গবেষণা, সেট ডিজাইন, গান-কবিতা এবং বিশেষজ্ঞ নির্বাচনের পর তৈরি হয়েছে অনুষ্ঠান। অনুষ্ঠান পর্যবেক্ষকদের মতে মননশীলতা ও বিনোদনের মিশেলে নির্মিত অনুষ্ঠানটি বিটিভির দর্শক বৃদ্ধিতে সহায়তা করতে পারে। অনুষ্ঠানটি একই সঙ্গে গুরুগম্ভীর ও রসাত্মক। রয়েছে তত্ত্ব ও তথ্যের সংমিশ্রণ। মানুষ এক জীবনে কান্না-হাসি-ক্রোধ-হিংসা-প্রেম-মমতা-ভয় ইত্যাদি বহুমাত্রিক অনুভূতির মধ্য দিয়ে যায়। মনোজগতের বিচিত্র বিষয় নিয়ে তৈরি অনুষ্ঠানটির প্রথমপর্বের বিষয় ছিল ’মায়া’। মানব জীবনের বড় একটা অংশজুড়েই রয়েছে মায়া। এই মায়ার মাঝেও রয়েছে বৈচিত্র্য। বিভিন্ন জ্ঞানকা মায়াকে ব্যাখ্যা করেছে বিভিন্ন আঙ্গিকে। মায়া তাই কখনও প্রেম, কখনও মোহ, কখনও জাদু, কখনও ঘোরগ্রস্ততা আবার কখনও নিছক বিভ্রান্তি। গান, কবিতা, শিল্প-সাহিত্য, চিত্রকর্মে মায়া এসেছে বিবিধ ব্যঞ্জনায়। অনুষ্ঠানে মায়া নিয়ে ভাবনা জানিয়েছেন দর্শন, নৃবিজ্ঞান, মনোঃবিজ্ঞান এবং শিল্প-সাহিত্য অঙ্গনের ব্যক্তিত্বরা। ছিল জীবনানন্দের কবিতা পাঠ, রবীন্দ্রনাথের মায়া বিষয় গান, উকিল মুন্সী এবং শাহ আবদুল করিমের লেখা গান। আরও ছিল অপর্ণা সেনের ’জাপানিজ ওয়াইফ’ চলচ্চিত্রের পর্যালোচনা এবং অংশ বিশেষ, সাধারণ মানুষের মায়া নিয়ে ভাবনার ফুটেজ।
×