ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘এ্যাকশন গোয়েন্দা’ ধারাবাহিকের প্রিমিয়ার অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:৪৩, ৫ ডিসেম্বর ২০১৭

‘এ্যাকশন গোয়েন্দা’ ধারাবাহিকের প্রিমিয়ার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের ‘এ্যাকশন গোয়েন্দা’ ধারাবাহিকের প্রিমিয়ার রবিবার সন্ধ্যায় এশিয়ান টিভির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এশিয়ান টিভির জন্য নির্মিত এ্যাকশন ও থ্রিলারধর্মী এ ধারাবাহিকের প্রিমিয়ারে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়াও উপস্থিত ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ, নাটকটির প্রযোজনা সংস্থা হাভাস মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল হক চৌধুরী, নির্মাতা হাসান জাহাঙ্গীরসহ নাটকের অভিনেতা অভিনেত্রীরা। এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশীদের মূল ভাবনায় ধারবাহিকটির গল্প লিখেছেন পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান শেলী এসপি। নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। নাটকটির এ্যাকশন গোয়েন্দা টিমে পাঁচজন সদস্য থাকবেন। তাদের মধ্যে একজন থাকবেন টিম লিডার। দেশে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকা- নাটকীয়ভাবে দমন করবেন গোয়েন্দা টিম। এতে অভিনয় করছেন নাটকের একঝাঁক তারকা শিল্পী। এর মধ্যে রয়েছেন এ্যাকশন গোয়েন্দা টিম লিডার হিসেবে সিরাজ হায়দার। টিমের অন্য সদস্যরা হলেন হাসান জাহাঙ্গীর, সাব্বির আহমেদ, এ্যানি খান ও হুমায়রা হিমু। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন নওশীন, হিল্লোল, শাহরিয়ার নাজিম জয়, বড়দা মিঠু প্রমুখ। ধারবাবাহিকটি প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, এটি বিগ বাজেটের ধারাবাহিক। গল্পের প্রয়োজনেই দেশের নানা জায়গায় শূটিং করতে হবে। এয়ারপোর্ট, নৌবন্দরসহ দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে শূটিং করা হবে। এতে পুরোপুরি থ্রিলারের স্বাদ পাবেন দর্শকরা। জানা গেছে, সপ্তাহে চারদিন রবি, সোম, মঙ্গল ও বুধবার প্রতিদিন রাত ৯টায় নাটকটি এশিয়ান টিভিতে প্রচার হবে।
×