ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সর্ববৃহৎ বিমান মহড়া,উপদ্বীপে ফের উত্তেজনা

প্রকাশিত: ০৩:৩৩, ৫ ডিসেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সর্ববৃহৎ বিমান মহড়া,উপদ্বীপে ফের উত্তেজনা

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সোমবার এ যাবতকালের সর্ববৃহৎ বিমান মহড়া শুরু করেছে। সপ্তাহখানেক আগে উত্তর কোরিয়া দাবি করেছে, তারা এ পর্যন্ত সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে। খবর ইয়াহু নিউজের। দুই দেশের মধ্যে ভিজিল্যান্ট এইস নামের এই বার্ষিক মহড়া শুক্রবার পর্যন্ত চলবে। এতে ২৩০টি আকাশযানের মধ্যে ছয়টি এফ-২২ র‌্যাপ্টার স্টেলথ যুদ্ধবিমানও অংশ নিয়েছে। আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া উসকানির অভিযোগ তুলে এ মহড়ার নিন্দা জানিয়েছে। দক্ষিণ কোরিয়া ভিত্তিক যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মুখপাত্র বলেন, এফ-৩৫ যুদ্ধবিমানও মহড়ায় অংশ নিচ্ছে। এটার মাধ্যমে পঞ্চম প্রজন্মের ব্যাপক সংখ্যক যুদ্ধবিমান এই বহরে যুক্ত করা হবে। মহড়ায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পাশাপাশি মেরিন ও নৌসেনাসহ বারো হাজার মার্কিন সেনা অংশ নিচ্ছে। মহড়ার আকাশযানগুলো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আটটি সামরিক স্থাপনা থেকে আকাশে উড়াল দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে বি-১বি ল্যান্সার বোমারু বিমানও মহড়ায় যোগ দিবে। তবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেনি। এটি শুরুর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, কোরীয় উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযানের প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা থেকে যৌথ বিমান মহড়ার আয়োজন করা হয়েছে। সপ্তাহখানেক আগে উত্তর কোরিয়া বলেছে, তারা অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
×