ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টিআইবি’র গবেষণা রিপোর্ট

ভূমিখাত সম্পূর্ণ ডিজিটাল হোক দুর্নীতিবাজরা চান না ॥ ইফতেখার

প্রকাশিত: ০৮:৫৫, ৪ ডিসেম্বর ২০১৭

ভূমিখাত সম্পূর্ণ ডিজিটাল হোক দুর্নীতিবাজরা চান না ॥ ইফতেখার

স্টাফ রিপোর্টার ॥ সেবাখাতে দুর্নীতি হ্রাস ও প্রান্তিক জনগোষ্ঠীর তথ্য-প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ভূমিকা ব্যাপক সম্ভাবনাময় বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। একই সঙ্গে স্বচ্ছ ও কার্যকরভাবে ইউডিসি পরিচালনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিসহ ১১ দফা সুপারিশ করেছে সংস্থাটি। রবিবার সংস্থার ধানম-ির কার্যালয়ে টিআইবি পরিচালিত ‘নাগরিক সেবায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার: ভূমিকা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণাটির প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. ইফতেখার বলেন, ভূমিখাতটি পুরো ডিজিটাইজ না হওয়ার কারণ হচ্ছে,সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা এ খাতটি পুরোপুরি ডিজিটাল হোক তা চান না। কারণ, পুরোপুরি ডিজিটাল হয়ে গেলে এ খাতে দুর্নীতি অনেক কমে আসবে। ফলে এসব কর্মকর্তা বা কর্মচারীর দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত অর্থ উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। অনুষ্ঠানে গবেষণা উপস্থাপন করেন রিসার্চ এ্যান্ড পলিসির প্রোগ্রাম ম্যানেজার জুলিয়েট রোজেটি। এছাড়া উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক ড. সুমাইয়া খায়ের। গবেষণায় বলা হয়েছে, উদ্যোক্তাদের সক্ষমতার ভিন্নতা ও স্থানীয়ভাবে সব সেবার চাহিদা এক রকম না হওয়ায় সব ইউডিসিতে সব ধরনের সেবা একইভাবে সহজলভ্য নয়। এলাকাভেদে সেবার চাহিদা ও জনগণের ক্রয়ক্ষমতার পরিপ্রেক্ষিতে এবং উদ্যোক্তার সক্ষমতার ভিত্তিতে বাণিজ্যিক সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়। গবেষণায় তৃণমূল পর্যায়ে জনগণের কাছে সরকারী, বাণিজ্যিক ও তথ্য সেবা ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ও সহজলভ্য করতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) একটি ব্যাপক সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে। ভূমি ব্যবস্থাপনার ডিজিটাইজ করার কাজ কয়েক বছর আগে শুরু হলেও সংশ্লিষ্ট অনেকের অনীহার কারণে তা পুরোপুরি ডিজিটাইজ সম্ভব হয়নি। পুরোপুরি ডিজিটাইজ করা সম্ভব হলে এ খাতে দুর্নীতির সুযোগ কমে যাবে। কারণ জেলা, উপজেলা ও ইউনিয়ন সম্পূর্ণ ডিজিটাইজড করা হয়নি। গবেষণাটি জুন ২০১৬ থেকে আগস্ট ২০১৭ সময়ের মধ্যে পরিচালিত হয়। সংবাদ সম্মেলনে ইউডিসির চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে করা সুপারিশ হচ্ছে ইউডিসির উদ্যোক্তাদের নির্বাচন ও তাদের প্রযুক্তিগত দক্ষতা, চুক্তির মেয়াদ, মুনাফা বণ্টন, সেবামূল্য, ইউপি থেকে সহায়তা পাওয়ার শর্তাবলী এবং তথ্য সংরক্ষণ এবং তদারকির ক্ষেত্রে অংশীজনদের জন্য নির্দেশনাসহ প্রয়োজনীয় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।
×