ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গহনার যত্ন

প্রকাশিত: ০৬:১৫, ৪ ডিসেম্বর ২০১৭

গহনার যত্ন

শখের রুপার গহনা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তানজিনা। কালচে হয়ে যাচ্ছে রুপার গহনা। কী করবে? তানজিনার মতো গহনা নিয়ে যারা সমস্যায় পড়েছেন, সমাধান পেতে যা করবেন- একটি পাত্রে এক টেবিল চামচ খাবার সোডা ও এক টেবিল চামচ লবণ গরম পানিতে মিশিয়ে নিন। এই পানিতে রুপার গহনা দুই মিনিট ভিজিয়ে রাখুন। ২ মিনিট পরে রুপার গহনা উঠিয়ে নিয়ে নরম কাপড় দিয়ে মুছে নিন। একদম ঝকঝকে গহনা। তেঁতুলের রস, লেবু ও সিরকা এক সঙ্গে পানিতে মিশিয়ে রুপার গহনা ভিজিয়ে মুছে ফেলুন দেখবেন নতুন জেল্লা ফিরে পাবে। অনেকেই রুপা আর স্বর্ণের অলঙ্কার এক সঙ্গেই একই বক্সে রাখেন। যার ফলে আকৃতি নষ্ট হতে পারে স্বর্ণের গহনার। তাই কখনই একই বক্সে রুপা আর স্বর্ণের গহনা রাখা ঠিক নয়। স্বর্ণের গহনার রং কালচে হয়ে গেছে? যে জুয়েলারির দোকান থেকে অলঙ্কার কিনেছেন সেখানে নিয়ে গেলেই ওয়ারেন্টি দেয়া সময়ে তা ঠিক করে দেবে জুয়েলারি কোন ফি ছাড়াই। আর ঘরে স্বর্ণের গহনা ডিটারজেন্ট পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তা তুলে ট্রথব্রাশে পেস্ট নিয়ে পরিষ্কার করে ফেলুন। দেখবেন সখের গহনা তার আগের রূপে ফিরে এসেছে। মুক্তার গহনা যতেœর ক্ষেত্রে ক্রেতাকে সচেতন হতে হবে আগেই। সমুদ্রের মুক্তার নাম করে চাষের মুক্তা দিয়ে দেয়া হচ্ছে কিনা সে বিষয়ে সচেতন থাকতে হবে। কারণ চাষের মুক্তা তুলনামূলক কম সময়ে কালচে হয়ে যায়। গহনার ব্যবহারের পরে বক্সে তা টিস্যু দিয়ে মুড়িয়ে রাখুন। অন্যসব গহনা বাড়িতে যত্ন নিতে পারেন। তবে হীরার গহনা পরিষ্কার নিজে ঘরে বসে না করাই ভাল। হীরার গহনার বেলায় জুয়েলারির দোকানে গিয়ে পরিষ্কার কারানো উচিত। আজকাল নারীদের কাছে মেটাল ও পাথরের গহনার কদর বেশ বেড়েছে। পাথরের গহনার কোন পাথর দুর্ঘটনাবশত পড়ে গেলে গ্লু দিয়ে লাগিয়ে নিতে পারেন। বেশি করে দিয়ে ট্যালকম পাউডার কিছুক্ষণ রেখে টুথব্রাশ দিয়ে তুলে ফেললে পাথরের গহনা ফিরে পাবে তার নতুন চেহারা। যাপিত ডেস্ক
×