ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনটিভিতে ধারাবাহিক ‘ভালবাসা কারে কয়’

প্রকাশিত: ০৬:০৪, ৪ ডিসেম্বর ২০১৭

এনটিভিতে ধারাবাহিক ‘ভালবাসা কারে কয়’

সংস্কৃতি ডেস্ক ॥ স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে আজ থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভালবাসা কারে কয়’। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ৯-৪৫ মিনিটে প্রচার হবে। রুলীন রহমানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মোশাররফ করিম, শম্পা রেজা, শহীদুজ্জামান সেলিম, তানিয়া হোসাইন, বাঁধন, আখম হাসান, অহনা, শ্যামল মওলা, জুঁই করিম, মুকুল সিরাজ, সুজাত শিমুল, মৌরী সেলিম, হাসান ফেরদৌস, আব্দুল হান্নান শেলী, আহসানুল হক মিনু, সৈয়দ মোশাররফ, সায়কা আহমেদ, সেরা জামান প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে অবস্থাসম্পন্ন গৃহস্থ বিপত্নীক জুম্মান আলী ফকির প্রেমে পড়ে তারই বাড়িতে আশ্রিত যুবতী মালঞ্চের। কিন্তু মালঞ্চ ভালবাসে জুম্মানের বাড়িতে আশ্রিত যুবক-তোতাকে। এ নিয়ে জুম্মানের সঙ্গে তোতার ঝামেলা বেড়েই চলেছে। ২৯ বার মেট্রিক পরীক্ষা দিয়েও মাসুদ পাস করতে পারেনি। তাই সবাই তাকে মেট্রিক মাসুদ বলে ডাকে। এবার তারজন্য দু’জন গৃহশিক্ষক নিয়োগ করা হয়েছে। একজন সুন্দরী আলেয়া এবং অন্যজন মাস্টার জালাল। মাসুদকে পড়াতে গিয়ে প্রেমে পড়ে যায় আলেয়া। এতে বিরক্ত হয় মাস্টার জালাল। অন্যদিকে গ্রামের বিত্তশালী এক যুবক আশেক। পাশের গ্রামের মেয়ে হেনার সঙ্গে আংটি বাদল হয়েছে। কিন্তু এখানেও শুরু হয় এক ধরনের খেলা আর এই খেলার একপাশে চম্পা, মুনা আর লতা নামের তিন নারী, অন্যপাশে আশেক। গ্রামের তিন প্রান্তে চলতে থাকা তিনটি ঘটনা এক বিন্দুতে মিলিত হয় তখন যখন জুম্মানের কাছে পরাজিত হয়ে তোতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যায় এবং মেট্রিক মাসুদ তাকে বাঁচায় তখন।
×