ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবলে আরামবাগের জয়, সাইফের ড্র

প্রকাশিত: ০৫:৫৯, ৪ ডিসেম্বর ২০১৭

বিপিএল ফুটবলে আরামবাগের জয়, সাইফের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ার আরচারি চ্যাম্পিয়নশিপের জন্য এক সপ্তাহের বেশি বিরতি ছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে (বিপিএল)। রবিবার থেকে ফের মাঠে গড়িয়েছে বাংলাদেশের পেশাদার ফুটবলের সবচেয়ে বড় আসর। এদিন ১৪তম রাউন্ডের শেষ ম্যাচে মাঠে নামে চারটি দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ২-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। রাতের উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নবাগত সাইফ স্পোর্টিং। এই ড্রয়ে ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান করছে সাইফ। ১৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আরামবাগ। আর মুক্তিযোদ্ধা ও ফরাশগঞ্জ সবচেয়ে তলানিতে আছে। ১২ দলের মধ্যে ৭ পয়েন্ট নিয়ে ১২তম ফরাশগঞ্জ আর ৮ পয়েন্ট নিয়ে ১১তম মুক্তিযোদ্ধা। মূলত প্রথমার্ধের চার মিনিটের ঝড়ে জয় তুলে নেয় আরামবাগ। ম্যাচের চতুর্থ মিনিটে পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় আরামবাগ। ডি বক্সের ভেতর থেকে মুক্তিযোদ্ধার ডিফেন্ডার সাইদুল হকের বিপদমুক্ত করার প্রচেষ্টা ক্রসবারে লেগে ফেরার পর সোহেল রানার ফিরতি শট জালে জড়ায়। তিন মিনিট পর মুক্তিযোদ্ধাকে আরও কোণঠাসা করে ফেলে আরামবাগ। মাহবুবুর রহমান সুফিলের বাড়ানো বলে বাঁ দিক থেকে ফরোয়ার্ড রাজন মিয়ার জোরালো ভলি চোখের পলকে ঠিকানা খুঁজে পায়। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল হয়নি। সাইফ-ফরাশগঞ্জ ম্যাচটি ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। ৮ মিনিটে আলমগীরের গোলে এগিযে যায় ফরাশগঞ্জ। তিন মিনিট পরই সাইফকে সমতায় ফেরান বিদেশী আনসেলমি। প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে জুয়েল রানার গোলে এগিয়ে যায় সাইফ। কিন্তু ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ফরাশগঞ্জকে সমতায় ফেরান শামিম। বিরতির পর আর কোন গোল হয়নি।
×