ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাডিলেড টেস্ট

মার্শের সেঞ্চুরিতে আলোকিত অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:৫৮, ৪ ডিসেম্বর ২০১৭

মার্শের সেঞ্চুরিতে আলোকিত অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাডিলেডে এ্যাশেজ ইতিহাসের প্রথম ডে-নাইট টেস্ট খেলছে ক্রিকেটের দুই কুলিন সদস্য অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেখানে ফ্লাডলাইটের আলোয় গোলাপী বলে শুরুতেই ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথকে ছাপিয়ে স্বাগতিকদের রাঙালেন শন মার্শ। বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যানের ক্যারিয়ারের পঞ্চম (১২৬*) সেঞ্চুরির সৌজন্যে ৮ উইকেটে ৪৪২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয়দিন শেষে ১ উইকেট হারিয়ে সফরকারী ইংল্যান্ডের সংগ্রহ ২৯ রান। উল্লেখ্য, সফরে ঐতিহাসিক এ্যাশেজের দ্বিতীয় টেস্ট খেলছে ইংলিশরা। ব্রিসবেনের প্রথম টেস্টে বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। এ্যাশেজের আগে দল ঘোষণার সময় অস্ট্রেলিয়ান ক্রিকেটে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। সমালোচনার বেশিভাগজুড়ে ছিল শন মার্শ ও টিম পেইনের অন্তর্ভুক্তি। এ্যাডিলেডের দ্বিতীয়দিনে সেই দু’জনই অসিদের আনন্দের অনুসঙ্গ। আগের টেস্টে ৫১ রানে আউট হওয়া মার্শ করেছেন অপরাজিত সেঞ্চুরি। টিম পেইন গুরুত্বপূর্ণ ৫৭। দু’জনের জুটিতেই ম্যাচে নিয়ন্ত্রণ এখন অস্ট্রেলিয়ার হাতে। রবিবার সকালে শুরুটা অবশ্য দারুণ করেছিল ইংল্যান্ড। দিনের প্রথম ওভারেই স্টুয়ার্ট ব্রডের অনেকটা ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ পিটার হ্যান্ডসকম (৩৬)। নতুন বলে তখন চমৎকার সুইং পাচ্ছিলেন দুই তারকা পেসার ব্রড ও এ্যান্ডারসন। ব্যাটিং মনে হচ্ছিল বেশ কঠিন। পেইন উইকেটে গিয়ে দারুণ কিছু শট খেলে চাপটা ফিরিয়ে দেন ইংলিশদের। আস্তে আস্তে আবার লাগাম নেয় অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন দু’জন। তৃতীয় টেস্ট ফিফটির পর পেইন (৫৭) আউট হন অভিষিক্ত পেসার ক্রেইগ ওভারটনের বাউন্সারে ক্যাচ দিয়ে। এরপর মিচেল স্টার্ক (৬) বেশিক্ষণ টেকেননি। তবে গত টেস্টের মতো আবারও প্যাট কামিন্স ব্যাট হাতে ভোগান ইংলিশদের। মার্শ-কামিন্সের জুটিতে বাড়ে রানের গতি। পুরনো বলে বেশি কিছু করতে পারছিলেন না ইংলিশ পেসাররা। স্পিনে মঈন আলি ছিলেন আবারও বিবর্ণ। অষ্টম উইকেটে মার্শ-কামিন্স গড়েন ৯৯ রানের জুটি। কামিন্স ফিরেছেন ৪৪ রানে। মার্শ করেন তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। তবে দেশের মাটিতে প্রথম। দিনের খেলার ২০ ওভার বাকি থাকতেই সাহসী সিদ্ধান্তে ইনিংস ঘোষণা করে দেন স্মিথ। ১৫ চার ও ১ ছক্কায় মার্শ তখন অপরাজিত ১২৬ রানে। বোলিংয়ে অবশ্য ২০ ওভার পায়নি অস্ট্রেলিয়া। বৃষ্টিতে খেলা শেষ হয়েছে আগেই। তবে মিচেল স্টার্ক এর মধ্যেই ফিরিয়ে দিয়েছেন মার্ক স্টোনম্যানকে। বরাবরের মতো এবারের এ্যাশেজ ঘিরেও উত্তাপের কমতি নেই। সাবেক অধিনায়ক রিকি পন্টিং যেমন বলছেন, অস্ট্রেলিয়া অন্তত ৪-১ ব্যবধানে জিতবে। আর বর্তমান সদস্য নাথান লিয়ন তো জো রুটদের ক্যারিয়ারের শেষ দেখছেন! প্রথম টেস্টে ১০ উইকেটের লজ্জার হারের পর এ্যাডিলেডেও তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে।
×