ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ ॥ চেলসি ৩-১ নিউক্যাসল, ব্রাইটন ১-৫ লিভারপুল, এভারটন ২-০ হাডার্সফিল্ড, লিচেস্টার সিটি ;###;১-০ বার্নলি, স্টোক সিটি ২-১ সোয়ানসি সিটি, ওয়াটফোর্ড;###;১-১ টটেনহ্যাম, ওয়েস্ট ;###;ব্রমউইচ ০-০ ক্রিস্টাল ;###;প্যালেস, আর্সেনাল;###;১-৩ ম্যানইউ

ম্যানইউ, চেলসি, লিভারপুলের জয়

প্রকাশিত: ০৫:৫৭, ৪ ডিসেম্বর ২০১৭

ম্যানইউ, চেলসি, লিভারপুলের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে বড় জয়ের স্বাদ পেয়েছে লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, এভারটন, স্টোক সিটি এবং লিচেস্টার সিটি। তবে জায়ান্টদের জয়ের দিনে পয়েন্ট হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ওয়াটফোর্ডের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে স্পার্শরা। শনিবার সবচেয়ে বড় জয়টা পেয়েছে লিভারপুল। এদিন তারা ৫-১ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে ব্রাইটনকে। ম্যানচেস্টার ইউনাইটেড রোমাঞ্চকর লড়াইয়ে ৩-১ গোলে হারিয়েছে শক্তিশালী আর্সেনালকে। নিউক্যাসলের বিপক্ষে চেলসির জয়টাও একই ব্যবধানের। তবে কষ্টের জয় পেয়েছে লিচেস্টার সিটি। নিজেদের মাঠে এদিন তারা ১-০ ব্যবধানে হারিয়েছে বার্নলিকে। লিভারপুলের বড় জয়ের নায়ক দুই ব্রাজিলিয়ান। রবার্তো ফিরমিনো একাই করেন দুই গোল। কুটিন ও এমরে কানের পা থেকে আসে আরও দুই গোল। পঞ্চম গোলটি আত্মঘাতী। কর্নার থেকে জার্মান মিডফিল্ডার কান হেডে লক্ষ্যভেদ করলে ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। তার দুই মিনিট পর মাঝমাঠের একটু ওপর থেকে মিসরের ফরোয়ার্ড মোহামেদ সালাহর কাছ থেকে পাওয়া বল বাঁ দিক থেকে কুটিনহো বাড়ান ফিরমিনোকে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার নিখুঁত শটে পরাস্ত করেন প্রতিপক্ষের গোলরক্ষককে। প্রতি আক্রমণ থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়িয়ে নেয় লিভারপুল। ৪৮ মিনিটে সালাহর বুদ্ধিদীপ্ত পাস নিয়ন্ত্রণে নিয়ে ব্রাইটনের গোলরক্ষককে পরাস্ত করেন ফিরমিনো। তিন মিনিট পর স্পট কিক থেকে ব্যবধান কমান স্বাগতিক গ্লেন মারে। দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিটে ফ্রি কিক থেকে স্কোরলাইন ৪-১ করেন কুটিনহো। তার দুই মিনিট পর লুইস ডাঙ্ক আত্মঘাতী গোল করলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। তবে এদিন আর্সেনাল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে ছিল বাড়তি উত্তেজনা। যেখানে ক্লাব ছাপিয়ে দুই প্রতিদ্বন্দ্বী কোচ আর্সেন ওয়েঙ্গার ও জোশে মরিনহোর দেখা হয়ে গেল আরেকবার। তবে মাথা উঁচু করে মাঠ ছেড়েছে মরিনহোর ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লীগে প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলের দাপুটে জয় পায় দলটি। এ্যামিরেটস স্টেডিয়ামে রেড ডেভিলসদের হয়ে জোড়া গোল করেন হেসে লিনগার্ড। আর একটি গোল করেন এ্যান্তোনিও ভ্যালেন্সিয়া। আর্সেনালের হয়ে একটি গোলের দেখা পান আলেকজান্দ্রে লাকাজেট্টে। তবে দ্বিতীয়ার্ধে এক্তর বেইয়েরিনকে ফাউল করে লালকার্ড দেখেন পল পোগবা। বাকি সময়ে একজন কম নিয়ে খেললেও জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড। দিনের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে স্বাগত জানায় চেলসি। নিজেদের মাঠে শুরুতে পিছিয়ে পড়ার পরও ৩-১ গোলের অনায়াসে জয় পায় এ্যান্তনিও কন্টের দল। এই ম্যাচে জোড়া গোল করেন ইডেন হ্যাজার্ড। চেলসির হয়ে অন্য গোলটি করেন আলভারো মোরাতা। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরুর ১২ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ডুয়াইট গেইলের গোলে পিছিয়ে পড়ার নয় মিনিট পর হাজার্ডের লক্ষ্যভেদে সমতায় ফেরে ব্লুজরা। আসপিলিকুয়েতার শট ডি-বক্সে এক ডিফেন্ডার ঠেকানোর পর ফাঁকায় পেয়ে জোরালো কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের এই তারকা ফরোয়ার্ড। ৩৩ মিনিটে ভিক্টর মোজেসের ক্রসে কাছ থেকে হেডে দলকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। চলতি মৌসুমে এটা তার দশম গোল। আর ৭৪তম মিনিটে সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন হ্যাজার্ড। নাইজিরিয়ার মিডফিল্ডার মোজেস ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটা পেয়েছিল চেলসি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয়ের ফলে ১৫ ম্যাচ থেকে ১০ জয় ও দুই ড্রয়ের সৌজন্যে ৩২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে চেলসি। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৫ ম্যাচে ১১ জয় পাওয়া ইউনাইটেডের সংগ্রহে ৩৫ পয়েন্ট। লিভারপুল চারে। ১৫ ম্যাচ থেকে তাদের দখলে ২৯ পয়েন্ট। পঞ্চম হারের স্বাদ পাওয়া আর্সেনাল ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।
×