ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকাও সেরা চারে, শীর্ষে কুমিল্লা

প্রকাশিত: ০৫:৫৬, ৪ ডিসেম্বর ২০১৭

ঢাকাও সেরা চারে, শীর্ষে কুমিল্লা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরে সবার আগে খুলনা টাইটান্স সেরা চারে খেলা নিশ্চিত করেছে। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেরা চারে উঠেছে। শনিবার ঢাকা ডায়নামাইটসও সেরা চারে খেলার টিকেট পেয়েছে। এবার লীগে অংশ নিচ্ছে ৭ দল। সেরা চারে খেলবে চার দল। তিন দল শনিবার পর্যন্ত নিশ্চিত হয়ে গেছে। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সেরা চারে ওঠা নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। একইদিন রংপুর রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা। এই ম্যাচে জয়ে এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে আছে কুমিল্লা। চট্টগ্রামপর্ব শেষেই খুলনা ও কুমিল্লা সেরা চারে খেলার টিকেট পেয়েছে। বাকি ছিল দুটি দল। ঢাকাতেই যে দুটি দল মিলবে তাও নিশ্চিত হয়ে যায়। শনিবার ঢাকায় বিপিএলের শেষ ম্যাচগুলো হবে। লীগপর্বের আট ম্যাচ ও একটি এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ হবে এখন ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শনিবার ঢাকা ও রংপুর জিতলেই সেরা চারে খেলার যোগ্যতা অর্জন করবে এমন সম্ভাবনা ছিল। ঢাকা তা করে দেখিয়েছে। কিন্তু রংপুর আটকে আছে। রবিবার যদি খুলনার সঙ্গে জিতে রংপুর কিংবা শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে জিতে তাহলেই রংপুর সেরা চারে খেলবে। নয়তো হিসেব-নিকেশের জালে আটকে পড়বে। শনিবার দিনের প্রথম ম্যাচে রংপুরকে ১৭.১ ওভারে ৯৭ রানেই অলআউট করে দেয় কুমিল্লা। মেহেদী হাসান দুর্দান্ত বোলিং করেন। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালামসহ ৪ উইকেট শিকার করেন মেহেদী। রংপুরের পক্ষে ম্যাককালাম সর্বোচ্চ ২৪ রান করেন। জবাব দিতে নেমে ৩ বল বাকি থাকতে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০০ রান করে জিতে কুমিল্লা। তামিম ইকবাল ২২ ও শোয়েব মালিক ২০ রান করেন। দিনের দ্বিতীয় ম্যাচে একাধিক ‘নতুন জীবন’ পাওয়া সুনীল নারাইনের ৬৯ ও জো ডেনলির ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ২০৫ রান করে ঢাকা। জবাব দিতে নেমে সাকিব আল হাসানের (৪/৮) স্পিন ঘূর্নিতে ১৮.৩ ওভারে ১০৬ রান করতেই গুটিয়ে যায় রাজশাহী। এই জয়টি পেয়ে ঢাকাও তৃতীয় দল হিসেবে সেরা চারে খেলা নিশ্চিত করে।
×