ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরের জেল

প্রকাশিত: ০৫:৪৫, ৪ ডিসেম্বর ২০১৭

বরের জেল

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৩ ডিসেম্বর ॥ পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে বাল্যবিয়ের অপরাধে বর রাসেল খান (২২) কে ১৫ দিনের কারাদ- দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন। জানা যায়, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে রাসেলের সঙ্গে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার লিজা মনির (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। লিজা মনি ২৫ নবেম্বর রুবেলের বাড়িতে আসে। পরে শুক্রবার রাতে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার জালাল আহম্মেদের কাছ থেকে নকল জন্ম নিবন্ধন দেখিয়ে কাবিন রেজিস্ট্রি করেন। মাদকবিরোধী সভা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের মিজমিজি সাহেবপাড়া এলাকায় এ মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও মাদকবিরোধী ওই সভায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, সাহেবপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি রফিকুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, ফজলুল হক, কমর আলী মাদবর, আব্দুল হাকিম, মনির হোসেন, ইয়াসিন আরাফাত রাসেল ও রোকন উদ্দিন।
×