ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধানুয়া কামালপুর মুক্ত দিবস আজ

প্রকাশিত: ০৫:৪৪, ৪ ডিসেম্বর ২০১৭

ধানুয়া কামালপুর মুক্ত দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৩ ডিসেম্বর ॥ ৪ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের ধানুয়া কামালপুর রণাঙ্গন। স্বাধীন বাংলার আকাশে উড়ে বিজয়ের পতাকা। সংরক্ষণের অভাবে এখনও অরক্ষিত রয়েছে ওই এলাকার গণকবর ও বধ্যভূমি। মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী কর্নেল আবু তাহের বীর উত্তম। এই সেক্টরের সদর দফতর ছিল ভারতের মহেন্দ্রগঞ্জে। এই সেক্টরের অদূরেই ছিল ধানুয়া কামালপুর একটি শক্তিশালী দুর্ভেদ্য সুরক্ষিত পাকসেনাদের ঘাঁটি। ১১ নম্বর সেক্টরে নিয়মিত বাহিনীর ৩ হাজার ও ১৯ হাজার গণবাহিনীসহ মোট মুক্তিযোদ্ধা ছিল ২২ হাজার। ১২ জুন থেকে ২৮ নবেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকসেনাদের বিভিন্ন সময়ে ১০ বার সম্মুখযুদ্ধ হয়েছে। ক্যাপ্টেন সালাহ উদ্দিনসহ মোট ১৯৪ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। নিহত হয়েছেন ৪৯৭ জন পাকসেনা। ১৩ নবেম্বর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে ও ভারতীয় বাহিনীর সহায়তায় কামালপুর পাকসেনা ক্যাম্পে পরিকল্পনা মাফিক আক্রমণ করা হয়। সম্মুখযুদ্ধে কামালপুরে শত্রু পক্ষের একজন মেজরসহ দুই কোম্পানি পাকসেনা নিহত হয়। সামরিক অভিযানের পূর্ব পরিকল্পনানুযায়ী ২৪ নবেম্বর থেকে কামালপুর পাকসেনা ক্যাম্প অবরোধ করে রাখেন মুক্তিযোদ্ধারা। ৪ ডিসেম্বর গ্যারিসন অফিসার আহসান মালিকসহ বেলুচ, পাঠান ও পাঞ্জাবী সৈন্যর ১৬২ জনের একটি দল আনুষ্ঠানিকভাবে যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণের পর শত্রুমুক্ত হয় ধানুয়া কামালপুর। স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রতিবছর ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
×